Madhyamik Exam 2025 Routine: প্রকাশিত হল মাধ্যমিক ২০২৫-এর রুটিন, কবে কী বিষয়ের পরীক্ষা? জানুন বিস্তারিত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
West Bengal Madhyamik Exam 2025 Routine: প্রকাশিত হল মাধ্যমিক ২০২৫ সালের মাধ্যমিকের রুটিন। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
কলকাতাঃ প্রকাশিত হল মাধ্যমিক ২০২৫ সালের মাধ্যমিকের রুটিন। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন ১০ ফেব্রুয়ারি বাংলা, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি ইংরেজি, তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারি অঙ্ক। চতুর্থ দিন ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, পঞ্চম দিন ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ষষ্ঠ দিন ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা। সপ্তম দিন ২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। অষ্টম দিন ২২ ফেব্রুয়ারি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
প্রসঙ্গত, এবারের মাধ্যমিকে বেড়েছে পাশের হার। মোট ৭.৬৫ লক্ষ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষায়। অর্থাৎ প্রতি ১০০ জনে পাশ করেছে ৮৬.৩১ জন ছাত্র-ছাত্রী। পাশের হারে প্রথম স্থানে রয়েছে কালিম্পং। দ্বিতীয় ও তৃতীয় স্থানে পূর্ব মেদিনীপুর ও কলকাতা। শতাংশের নিরিখে যা যথাক্রমে ৯৬.২৬, ৯৫.৪৯ ও ৯১.৬২।
আরও পড়ুনঃ ‘আমি অনন্যা…’, এ কার গলা? চমকে উঠলেন সকলে, কৃষ্ণনগরের রেস্তোরাঁয় অবাক কাণ্ড
এবারে কৃতীদের তালিকায় প্রথম ১০-এ জায়গা করে নিয়েছে ৫৭ জন পড়ুয়া। তাদের মধ্যে কলকাতা থেকে রয়েছে মাত্র একজন। ৬৯৩ পেয়ে মেধা তালিকায় প্রথম হয়েছে কোচবিহারের চন্দ্রচূড় ঘোষ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2024 5:12 PM IST

