২০১৯ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন৷ সাত বছর পর ফের নিজের পুরনো দল কংগ্রেসেই ফিরলেন মৌসম নূর৷ এ দিন দিল্লিতে কংগ্রেস নেতাদের উপস্থিতিতে পুরনো দলে ফেরেন তিনি৷ মৌসম নূর দাবি করেছেন, 'তৃণমূল আমাকে রাজ্যসভার সাংসদ, জেলা সভাপতি করেছিল৷ কয়েক মাস ধরেই পরিবারের মধ্যে একটা আলোচনা চলছিল৷ আমি বরকত সাহেবকে দেখেই রাজনীতিতে এসেছিলাম৷ আমার উদ্দেশ্য ছিল মানুষের পাশে থাকা৷ সেটা তৃণমূলে একরকম ভাবে হচ্ছিল৷
Last Updated: Jan 03, 2026, 17:40 IST


