North 24 Parganas News: শিক্ষিত এই আলু ভাজা খেতেই ব্যাপক ভিড় মেলায়, ঠাকুরনগরের যুবক যা করেছেন

Last Updated:

শিক্ষিত এই আলু ভাজা খেতেই ব্যাপক ভিড় মেলায়, ঠাকুরনগরের যুবক যা করেছেন

+
শিক্ষিত

শিক্ষিত আলুভাজা 

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বানীপুর মেলায় ‘শিক্ষিত’ আলু ভাজা খেতেই এখন উপচে পড়া ভিড়। বানীপুর লোক উৎসব মেলায় এবার দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এই অভিনব ফুড আইটেম- ‘শিক্ষিত স্প্রিং আলু ভাজা’। নাম শুনেই কৌতূহল, আর পোস্টার দেখেই ভিড় জমাচ্ছেন মেলায় আসা মানুষজন। মাত্র একটি আলু, একটি কাঠি আর অভিনব কাটিং ও পরিবেশনার মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে এই আলু ভাজা। গত বছর বর্ধমানে দুর্গাপুজোর উৎসবে ব্যাপক ভাইরাল হয়েছিল শিক্ষীত আলু ভাজা। সেই নাম ব্যবহার করেই জনপ্রিয়তা ছুঁতে, জেলার এই যুবক তার এই ফুড আইটেমের নাম রেখেছেন বলেও মনে করছেন অনেকে।
আরও পড়ুন: সাধারণ কলমে অসাধারণ ছোঁয়া! গৃহবধূর হাতে তৈরি কৃত্রিম ডায়মন্ডের কলম, এ জিনিস আগে দেখেননি
মেলায় দেখা যাচ্ছে, একটি কাঠির মধ্যে আলুকে স্প্রিং-এর মতো করে বিশেষভাবে কেটে নেওয়া হচ্ছে। তারপর তা বিশেষ মিশ্রণে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো ও নানা মসলা মাখিয়ে তেলে ভেজে পরিবেশন করা হচ্ছে। স্বাদে ঝাল-মিষ্টির মিশেলে বেশ মুখরোচক এই স্প্রিং আলু ভাজা। দামও সাধ্যের মধ্যে- ৪০ ও ৫০ টাকায় মিলছে এই বিশেষ আলু ভাজা। তবে শুধু স্বাদ নয়, আলু ভাজার নামই টানছে সবচেয়ে বেশি ক্রেতা। স্টলের সামনে টাঙানো পোস্টারে বড় করে লেখা- ‘ঠাকুরনগরের বিক্ষাত শিক্ষিত আলু ভাজা’। যদিও এক্ষেত্রে বিখ্যাত বানানটি ভুল রাখা হয়েছে। তবে কি বানান ভুলই দৃষ্টি আকর্ষণ শিক্ষিত এই বিক্রেতার! অবশ্য এই নামের কারণ জানতেই বেশি আগ্রহী হচ্ছেন সকলে। স্টল মালিক রিপন দাস জানান, তিনি ঠাকুরনগরের বাসিন্দা এবং বাংলায় বিএ পাশ করেছেন। চাকরির জন্য বহু চেষ্টা করেও সেভাবে সফল না হওয়ায় সংসারের দায় সামলাতে মাথায় আসে এই অভিনব ফুড আইটেম বিক্রির ভাবনা।
advertisement
আরও পড়ুন: আর যেতে হবে না দূরে, বাংলাতেই রয়েছে পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য, শীতে উপচে পড়া ভিড়
নিজের শিক্ষাগত পরিচয় কে কাজে লাগিয়ে দৃষ্টি আকর্ষণ করতেই  ‘শিক্ষিত আলু ভাজা’ নামটি তাঁর দেওয়া, যদিও নাম ব্যবহারের আসল রহস্য অবশ্য গোপন রাখারই চেষ্টা করছেন বিক্রেতা। বানীপুর মেলায় রিপনের এই স্টল ঘিরে রীতিমতো হামলে পড়ছেন মানুষজন। কেউ কৌতূহল থেকে, কেউ আবার নামের বিশেষত্ব জানতে, আবার কেউ শুধুই স্বাদ পরীক্ষা করতে ভিড় করছেন। ক্রেতাদের অনেকেই খেয়ে বলছেন, আলু ভাজা যথেষ্ট সুস্বাদু হলেও ‘শিক্ষিত’ নামের নেপথ্য কারণ অনেকের কাছেই এখনও অজানা। সব মিলিয়ে অভিনব নাম, সাশ্রয়ী দাম ও স্বাদের জোরে বানীপুর মেলায় এবছরের অন্যতম হিট ফুড আইটেম হয়ে উঠেছে এই শিক্ষিত স্প্রিং আলু ভাজা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: শিক্ষিত এই আলু ভাজা খেতেই ব্যাপক ভিড় মেলায়, ঠাকুরনগরের যুবক যা করেছেন
Next Article
advertisement
Mausam Noor: 'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?
'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?
  • কংগ্রেসে ফিরলেন মৌসম নূর৷

  • দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান৷

  • 'বাংলায় পরিবর্তন চাই', বললেন মৌসম৷

VIEW MORE
advertisement
advertisement