বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জেলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জেলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতী ছাত্ররা তাঁদেরই একজন ইংরেজি বিভাগের শিক্ষক রক্তিম মুখোপাধ্যায়ের মুখ থেকে সরাসরি জেনে নিন কী ভাবে মাধ্যমিক ইংরেজির প্রশ্নপত্রের রাইটিংয়ের ত্রিশ নম্বরের ধাক্কা সামলাবেন।
মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি প্রশ্নপত্রের শেষ অংশটি হল রাইটিং। রাইটিংয়ে মোট ৩০ নম্বর থাকে। রাইটিং সেকশনেই একটি ছাত্র বা ছাত্রীর ইংরেজি পরীক্ষার ভাগ্য নির্ভর করছে। রাইটিংকে রপ্ত করতে এক রাতের অভ্যাস নয়, প্রয়োজন নিয়মিত প্র্যাকটিস। মোট ছয় ধরনের রাইটিং রয়েছে যেমন, প্যারাগ্রাফ, নোটিশ, রিপোর্ট, প্রসেসিং, লেটার, স্টোরি এবং লেটার।
আরও পড়ুন: সামনেই পরীক্ষা, মাধ্যমিকের ভূগোলে নম্বর তোলার সহজ উপায় জানুন
প্রত্যেকটি টপিক ধরে ধরে প্র্যাক্টিস করতে হবে। আগের বছর যেটা এসেছে সেটা এ বছর আসবে না এরকমটা ভাবার কোনও কারণ নেই। রিপোর্ট ও নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট করে একটি প্যাটার্ন মেনে লিখতে হবে। রাইটিংয়ে যে পয়েন্টগুলি দেওয়া থাকবে সেই প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে লিখতে হবে। পয়েন্ট বাদ দিলেই নম্বর মিস হয়ে যাবে। ছোট ছোট বাক্য লিখতে হবে, সঠিক বাক্য লিখতে হবে।
আরও পড়ুন: মাধ্যমিকে ভৌত বিজ্ঞান পরীক্ষায় পুরো নম্বর তোলার উপায় দিলেন শিক্ষক, দেখুন
১) রাইটিং সেকশন-এ ৩০ নম্বর থাকে। নিয়মিত অভ্যাস করে রাইটিং রপ্ত করতে হবে।২) ইংরেজি পরীক্ষার ভাগ্য নির্ধারণ করছে এই গুরুত্বপূর্ণ রাইটিং সেকশনে।৩) ছয় ধরনের রাইটিং থেকে প্রশ্ন আসতে পারে।৪) আগের বছর যেটা এসেছে এ বছর সেটা আসবে না এমনটা ভাবার কোনও কারণ নেই।৫) নির্দিষ্ট প্যাটার্ন মেনে লিতে হবে এবং কোন পয়েন্ট বাদ দেওয়া যাবে না।
নীলাঞ্জন ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।