Madhyamik 2022: আবার পরীক্ষা অফলাইনে-ই, পড়ুয়াদের 'লাস্ট মিনিট সাজেশন' দিলেন গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাই স্কুল-এর প্রধান শিক্ষিকা রেশমি বসু চৌধুরী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পরীক্ষার আগে পড়ুয়াদের উদ্দেশ্যে কিছু সাজেশন দিলেন গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাই স্কুল-এর প্রধান শিক্ষিকা রেশমি বসু চৌধুরী
#কলকাতা: দিন-কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটা খুদের কথা ভাইরাল হয়েছিল! কেউ তাঁকে প্রশ্ন করেছিল, 'কোন ক্লাসে পড়িস?' খুদে উত্তর দেয়, 'অনলাইন ক্লাসে'! আপাতভাবে শুনতে মজার হলেও, উত্তরটা বেশ হতাশাজনক! সত্যিই তো, করোনাভাইরাসের কোপে গত ২ বছরে মানুষের জীবনধারা কতই না বদলে গিয়েছে! বড়দের অফিস যেমন ' ওয়ার্ক ফ্রম হোম' মোড-এ চলছিল, তেমনি ছাত্র-ছাত্রীদের স্কুল-ও হচ্ছিল অনলাইনে! অবশেষে, স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন! মারণ ভাইরাসের দাপাদাপিও এখন অনেকটাই কম! খুলেছে স্কুল-কলেজ! ফের হাসতে-হাসতে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা! কোভিডের কারণে গত বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০১৯ সালের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পড়ুয়াদের মূল্যায়ন হয়। রেকর্ড গড়ে সেই প্রথম একশোয় একশো শতাংশ মাধ্যমিক পরীক্ষার্থী পাস করে। এ বারও অফলাইন বা স্কুলে গিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে কি না, তা নিয়ে প্রথমদিকে সংশয় ছিল। তবে, শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয়, অফলাইনেই হবে মাধ্যমিক পরীক্ষা। আগের মতোই অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।
এ বার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ , চলবে ১৬ মার্চ পর্যন্ত। ২ বছর বাদে পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে ছাত্র-ছাত্রীরা! স্বাভাবিকভাবেই একটু হলেও নার্ভাস! পরীক্ষার আগে পড়ুয়াদের উদ্দেশ্যে কিছু সাজেশন দিলেন গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাই স্কুল-এর প্রধান শিক্ষিকা রেশমি বসু চৌধুরী
advertisement
advertisement
হাতে আর মাত্র ৬টা দিন বাকি, এই সময়টা খুব বেশি করে লেখা প্র্যাকটিস কর! যেটাই পড়ছ, লিখে ফেল! মাথায় রাখো, গত ২ বছর তোমাদের স্কুল বন্ধ ছিল, অনলাইনে ক্লাস চলছিল, স্কুলে ক্লাস করোনি, অফলাইনে পরীক্ষা দাওনি, কাজেই লেখার অভ্যাস অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে! তাই এখন চেষ্টা কর, যে বিষয়টাই পড়ছ, সেটা পড়ার পর লিখে ফেলতে!
advertisement
বাংলা, ইতিহাস, ভূগোলের মতো বিষয়গুলি পড়ার পর একদম ঘড়িতে সময় দেখে লেখ। যখন পড়বে খুব মন দিয়ে পড় এবং তারপর লেখ! কিছুটা পড়লে, লিখলে, আবার পড়লে, এরকম কোরো না!
টিউশন, গ্রুপ ডিসকাশন নয়, শুধু নিজে পড়বে আর লিখবে
মোবাইল ফোন থেকে দূরে থাকতে অসুবিধা হলেও, থাকতে হবে! অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এই সময়টা দয়া করে কড়াভাবে সন্তানের পাশে থাকুন! সোহাগ নয়, শাসন করে ওদের মোবাইল, সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখুন।
advertisement
কোনওরকম নেতিবাচক খবর- আলোচনা থেকে দূরে থাক।
অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড-এর আসল কপি, পেন, পেনসিল সব আগের রাতেই গুছিয়ে রাখবে। নিজেকে পজিটিভ রাখবে সবসময়!
পরীক্ষার সেন্টার আগে থেকেই দেখে আসবে। কোভিড সংক্রান্ত খবরে বিভ্রান্ত হবে না ও কারও দ্বারা প্ররচিত হবে না। শক্ত থাকবে, শান্ত থাকবে, ঠাণ্ডা মাথায় পরীক্ষা দেবে।
advertisement
ইংরেজি-র ক্ষেত্রে বলব, গত ৫ বছরের প্রশ্নপত্র খুব মন দিয়ে সমাধান কর। বিশেষ জোর দেবে লেটার, নোটিস লেখায়। কোভিড বিষয়ক একটি ছোট লেখা প্রস্তুত রাখবে। গত ৫ বছরে আসা আর্টিকল, প্রেপোজিশন, ফ্রেজাল ওয়ার্ব তৈরি রাখবে। যারা ইংরেজিতে একটু কমজোরি তারা সিন পোর্শন, ভয়েস আর গ্র্যামারে জোর দাও।
Location :
First Published :
March 01, 2022 8:37 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik 2022: আবার পরীক্ষা অফলাইনে-ই, পড়ুয়াদের 'লাস্ট মিনিট সাজেশন' দিলেন গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাই স্কুল-এর প্রধান শিক্ষিকা রেশমি বসু চৌধুরী