Madhyamik 2022: ভূগোলের শেষ মুহূর্তের সাজেশন দিলেন গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাই স্কুল-এর ভূগলের শিক্ষিকা পিয়ালি খাঁড়া

Last Updated:

ভূগোলের শেষ মুহূর্তের কিছু সাজেশন দিলেন গার্ডেন রিচ নুট বিহারি দাস গার্লস হাই স্কুল-এর ভূগলের শিক্ষিকা পিয়ালি খাঁড়া

#কলকাতা: করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা বিশ্ব! খুলেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়! এ বার স্কুলে গিয়েই মাধ্যমিক পরীক্ষা দেবে পড়ুয়ারা! মারণ ভাইরাসের কারণে গত বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০১৯ সালের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পড়ুয়াদের মূল্যায়ন হয়। রেকর্ড গড়ে সেই প্রথম একশোয় একশো শতাংশ মাধ্যমিক পরীক্ষার্থী পাস করে। এ বারও অফলাইন বা স্কুলে গিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে কি না তা নিয়ে প্রথমদিকে সংশয় ছিল। তবে, শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয়, অফলাইনেই হবে মাধ্যমিক পরীক্ষা। আগের মতোই অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। এ বার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ থেকে, চলবে ১৬ মার্চ পর্যন্ত। পরীক্ষা এসেই গেল প্রায়, ভূগোলের শেষ মুহূর্তের কিছু সাজেশন দিলেন গার্ডেন রিচ নুট বিহারি দাস গার্লস হাই স্কুল-এর ভূগলের শিক্ষিকা পিয়ালি খাঁড়া
প্রতিটি প্রশ্নের মান--৫
১) হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্তসহ বিবরণ দাও
advertisement
২) নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা কর
৩) বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা কর
৪)মরু অঞ্চলের প্রসারণ প্রতিরোধের উপায়গুলি আলোচনা কর
advertisement
৫) হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা কর
৬) বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা কর
প্রতিটি প্রশ্নের মান--৫
১) উত্তর ভারতের নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদীর তুলনা কর
২) ভারতের পূর্ব উপকূলের সঙ্গে পশ্চিম উপকূলের তুলনা কর
advertisement
৩) ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও
৪) ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর
৫) পূর্ব-ভারতে লৌহ-ইস্পাত শিল্পের অধিক উন্নতির কারণগুলি লেখ
৬) ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা কর
৭) ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও
৮) ভারতের পশ্চিম হিমালয়ের ভূ-প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও
advertisement
৯) পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি বর্ণনা কর
প্রতিটি প্রশ্নের মান--৩
১)ড্রামনিল ও রসে মোতানের মধ্যে পার্থক্য লেখ
২) ভারতের পশ্চিমবাহিনী নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠেনি কেন?
৩) গ্রাবরেখা কাকে বলে এবং এর শ্রেণীবিভাগ কর
৪)ক্র্যাগ অ্যান্ড টেল কাকে বলে?
৫) সব নদীর মোহনায় ব-দ্বীপ গড়ে ওঠেনি কেন?
advertisement
৬) সুন্দরবনের পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখ
৭) ভারতীয় কৃষিতে জলসেচের নূন্যতম তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ কর
৮) জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমীবায়ুর সম্পর্ক উল্লেখ কর
৯) পঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ কর
১০) অনুদৈর্ঘ্য ও বার্খান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখ
১১) ভারতে অরণ্য সংরক্ষণের তিনটি উপায় উল্লেখ কর
advertisement
১২) নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া উল্লেখ কর
১৩) ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের তিনটি কারণ লেখ
১৪) নগরায়ণের ন্যূনতম তিনটি সমস্যা কাকে বলে
১৫) ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? কয় প্রকার ও কী কী?
১৬) ভারতের সড়কপথ ও রেলপথ, প্রতিটির তিনটে করে সুবিধা আলোচনা কর
১৭) ভারতে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য উল্লেখ কর
advertisement
১৮) ভারতের জলবায়ুর তারতম্যের কারণগুলি কী কী?
১৯) যে-কোনও শিল্প গড়ে তোলার জন্য কাঁচামালের প্রভাব কীরূপ?
২০) ভারতের মরু-উদ্ভিদের ৩টি বৈশিষ্ট্য লেখ
প্রতিটি প্রশ্নের মান--২
১) প্রপাতিকূপ কাকে বলে?
২) মন্থকূপ কাকে বলে?
৩) দুন বলতে কী বোঝ?
৪) অনুসারী শিল্প কাকে বলে?
৫) লোয়েশের সংজ্ঞা দাও
৬) লগ্নীভবন কাকে বলে?
৭) মালনাদ ও ময়দান কাকে বলে?
৮) মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝ?
৯) মৌসুমী বিস্ফোরণ কাকে বলে?
১০) অনুসারী শিল্প বলতে কী বোঝ?
১১) ভারতের দুটি অর্থকারী ফসলের নাম লেখ
১২) অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে?
১৩) প্লাবন সমভূমি কাকে বলে?
১৪) সোনালী চতুর্ভুজ কাকে বলে?
১৫) নদীর ষষ্ঠ খাতের সূত্র বলতে কী বোঝ?
১৬) মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ উল্লেখ কর
১৭) ভারতের জলসংকটের তিনটি কারণ উল্লেখ কর
১৮) পেট্রোলিয়াম শিল্পকে 'আধুনিক শিল্পদানব' বলা হয় কেন?
১৯) সামাজিক বনসৃজন কাকে বলে?
২০) করমণ্ডল উপকূলে বছরে দু'বার কেন বৃষ্টিপাত হয়?
২১) ভারতের একটি খনিজভিত্তিক ও কৃষিভিত্তিক শিল্পের নাম লেখ
২২) ডেকানট্র্যাপ বলতে কী বোঝ?
২৩) হিমশৈল বলতে কী বোঝ?
২৪) হিমরেখা বলতে কী বোঝ?
২৫) নুনাটকস কী?
২৬) ভারতের পশ্চিমঘাট পর্বতের দুটি গিরিপথের নাম লেখ
ম্যাপ পয়েন্টিং
১) পশ্চিমঘাট পর্বতমালা, শিবালিক পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত
২) পূর্বঘাট পর্বতমালা, শিবালিক পর্বত
৩) নর্মদা নদী, কৃষ্ণা নদী, কাবেরী নদী, গোদাবরী নদী, মহানদী
৪) করমণ্ডল উপকূল, একই বৃষ্টিচ্ছায় অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল
৫) মরু মৃত্তিকা, লোকটাক হ্রদ, বিশাখাপত্তনম বন্দর
৬) ভারতের ম্যাঞ্চেস্টার, দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার
৭) চিল্কা হ্রদ, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার
৮) ভারতের দক্ষিণতম স্থলবিন্দু
৯) কলকাতা, মুম্বই, পূর্ব ও পশ্চিম উপকূলের একটি করে শহর
১০) ভারতের শুষ্কতম অঞ্চল
১১) ভারতের লোহিত, ল্যাটেরাইট, কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চল
১২) পূর্ব উপকূলের একটি স্বাভাবিক ও কৃত্রিম বন্দর
১৩) ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমান বন্দর
১৪) ভারতের ধান, চা, গম উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল
১৫) লৌহ, ইস্পাত, কার্পাস, পেট্রোরসায়ন শিল্পের যে- কোনও একটি করে অবস্থান
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik 2022: ভূগোলের শেষ মুহূর্তের সাজেশন দিলেন গার্ডেনরিচ নুট বিহারী দাস গার্লস হাই স্কুল-এর ভূগলের শিক্ষিকা পিয়ালি খাঁড়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement