Higher Secondary Result 2024: বিজ্ঞান থেকে মত বদলে কলা বিভাগে! উচ্চ মাধ্যমিকে নজরকাড়া ফল কৌশিকের

Last Updated:

Higher Secondary Result 2024: মধ্যবিত্ত পরিবারের আর্থিক টানাটানির মধ্যেও পড়াশোনা করে এবছর উচ্চ মাধ্যমিকে চমক দিলেন কৌশিক। রাজ্যে অষ্টম স্হান অধিকার করলেন তিনি।

+
উচ্চ

উচ্চ মাধ্যমিকে রাজ্যে অষ্টম বহরমপুরের কৌশিক ঘোষ 

মুর্শিদাবাদ: বুধবার প্রকাশিত হল রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে রাজ্যে অষ্টম স্হান অধিকার করল বহরমপুরের কৌশিক ঘোষ। গোয়ালজান রিফিউজি হাইস্কুলের কলা বিভাগের ছাত্র। তাঁর প্রাপ্ত নং ৪৮৯। বাড়ি বহরমপুরের গোপেজান নাথপাড়া রানাঘাট এলাকায়। জানা যায়, বাবা সামান্য দর্জির পেশার সঙ্গে যুক্ত। একতলা বাড়ি। আর সেই মধ্যবিত্ত পরিবারের আর্থিক টানাটানির মধ্যেও পড়াশোনা করে এবছর উচ্চ মাধ্যমিকে চমক দিলেন ছাত্র। রাজ্যে অষ্টম স্হান অধিকার করলেন কৌশিক।
একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পরে মত পরিবর্তন করে কলা বিভাগে ভর্তি। আর তাতেই বাজিমাত। আগামী দিনে ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চান কৌশিক। তবে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো করতে ভালবাসেন কৌশিক। তবে মা সব থেকে বেশি সহযোগিতা করেছেন বলে জানা যায়। কৌশিক কথায়, “আশা ছিল, এক থেকে দশের মধ্যেই থাকবে রেজাল্ট।”
advertisement
advertisement
বহরমপুর গোয়ালজান রিফিউজি হাইস্কুলের একাদশ শ্রেণিতে ভর্তি হন কৌশিক। আগে দশম শ্রেণি পর্যন্ত বহরমপুরের জিটিআই স্কুলে পাঠরত ছিলেন। মাধ্যমিকে ৫৫০ নম্বর পেয়ে প্রথমে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও পরে মত পরিবর্তন করে কলা বিভাগে একাদশ শ্রেণিতে ভর্তি। মাধ্যমিক পরীক্ষাতে মেধা তালিকায় না এলেও পড়াশুনোর প্রতি আগ্রহ তৈরি করেই দিনরাত পরিশ্রম। আর তার পরেই বাজিমাত।
advertisement
রাজ্যের মেধা তালিকায় একমাত্র মুর্শিদাবাদ জেলার অষ্টম স্হান অধিকার করেন কৌশিক। তবে সব সময়ই পাশে থাকতেন তাঁর মা। মলিনার কথায়, “কৌশিক খেলাধুলা করতে ভালবাসে, তবে যখন মন চাইত তখনই পড়াশোনা করত।” কৌশিকের এই রেজাল্টে বেশ খুশি প্রকাশ করেছেন জেলাবাসীরা।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondary Result 2024: বিজ্ঞান থেকে মত বদলে কলা বিভাগে! উচ্চ মাধ্যমিকে নজরকাড়া ফল কৌশিকের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement