Kolkata School Controversy: রিপোর্ট কার্ড দেখে তাজ্জব অভিভাবকরা! বিতর্ক উস্কে বেনজির 'পদক্ষেপ' শহরের ৩ নামী স্কুলে

Last Updated:

Kolkata School Controversy: আদালত স্পষ্ট জানিয়ে দেয় বেতন মেটানো হোক বা না হোক, সকল পড়ুয়াদের স্কুলে ঢোকার অনুমতি দিতে হবে। সেই মতো মঙ্গলবার স্কুল চালু হলেও বিতর্ক কিন্তু পিছু ছাড়লো না শহরের নামী তিন স্কুলগুলিকে ঘিরে।

#কলকাতা: বিতর্ক ক্রমশ দানা বাঁধছে শহরের এক নামী গোষ্ঠীর স্কুলগুলিকে ঘিরে। বেতন নিয়ে বিতর্কের সূত্রপাত ও সেই সূত্রে আদালতের হস্তক্ষেপ হয়েছে আগেই। এবার কলকাতার একটি 'বিশেষ' শিল্পগোষ্ঠীর পরিচালিত তিনটি বেসরকারি স্কুল ফের আলোচনার কেন্দ্রে (Kolkata School Controversy)। এই তিন স্কুলের বিরুদ্ধে নয়া অভিযোগ আনলেন অভিভাবকরা। এর আগে বকেয়া-ফি বিতর্ককে কেন্দ্র করে তিন স্কুলই বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর থেকে অভিভাবক-স্কুল কর্তৃপক্ষের রেষারেষি চলছিল। এই আবহে এবার নজিরবিহীন পদক্ষেপ নিল স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়াদের রিপোর্ট কার্ডে ফি মেটানোর অনুরোধ জানাল অভিভাবকদের। আর তাই নিয়েই ফের শুরু বিতর্ক।
প্রসঙ্গত, বকেয়া ফি নিয়ে স্কুল গেটের বাইরে অভিভাবকদের লাগাতার বিক্ষোভের মুখে স্কুল কর্তৃপক্ষ তিন স্কুলের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। কিন্তু তারপর স্কুল খুললেও শুধুমাত্র পুরো বেতন মেটানো পড়ুয়াদেরই ঢোকার অনুমতি দেওয়া হচ্ছিল। পরে আদালত স্পষ্ট জানিয়ে দেয় বেতন মেটানো হোক বা না হোক, সকল পড়ুয়াদের স্কুলে ঢোকার অনুমতি দিতে হবে। সেই মতো মঙ্গলবার স্কুল চালু হলেও বিতর্ক কিন্তু পিছু ছাড়লো না।
advertisement
advertisement
এবার তিন স্কুলের অনেক পড়ুয়ার অভিভাবকদের অভিযোগ, ছেলেমেয়েদের রিপোর্ট কার্ড দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে সেখানে বকেয়া ফি মিটানোর কথা উল্লেখ করে বার্তা দেওয়া হয়েছে। এই আবহে বিক্ষুব্ধ অভিভাবকদের প্রশ্ন, এভাবে স্কুলের রিপোর্ট কার্ডে ফি সংক্রান্ত কোনও উল্লেখ করা যায় কি না। তাঁদের বক্তব্য, আদালতের নির্দেশ মেনে তাঁরা স্কুলের ফি মিটিয়ে দিয়েছেন। তারপরও কেন রিপোর্ট কার্ডে এই লেখা লিখল স্কুল কর্তৃপক্ষ?
advertisement
অন্যদিকে অভিভাবকদের মধ্যে রয়েছে ভিন্ন মত। তাঁদের একাংশের বক্তব্য, এই ভাবে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন ও তার জেরে স্কুল বন্ধের ফলে আদতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়ারাই। দশম শ্রেণীর পড়ুয়ার মা লোপা রায় চৌধুরীর কথায়, "আমরা তো বেতন-কাঠামো জেনেই বাচ্চাদের এই স্কুলে ভর্তি করিয়েছি। এখন বেতন মেটাতে বলায় এতো কথার অর্থ কী?" তাঁর পাল্টা বক্তব্য, "স্কুলের ফাউন্ডেশন ডে-তে এই স্কুল থেকেই কিন্তু পড়ুয়াদের দেওয়া হয় ঢালাও উপহার।"
advertisement
অভিভভাবকদের একাংশের বক্তব্য দু-বছর যাবৎ স্কুল বন্ধ থাকার পর সবে বাচ্চারা স্কুলের মুখ দেখেছে। এই পরিস্থিতিতে এমন আন্দোলন ও বিক্ষোভ করে স্কুলের পরিবেশ নষ্ট করা নেহাতই অর্থহীন। বরং অভিভাবকদের উচিত বকেয়া ফি মিটিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করা। সবমিলিয়ে ফি বিতর্ক ঘিরে ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত অভিভাবকরা। আগামী দিনে এই বিতর্কের জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Kolkata School Controversy: রিপোর্ট কার্ড দেখে তাজ্জব অভিভাবকরা! বিতর্ক উস্কে বেনজির 'পদক্ষেপ' শহরের ৩ নামী স্কুলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement