South 24 Parganas News: খিদিরপুরে কমিউনিটি হেলথ সেন্টারে কর্মী নিয়োগ! বেতন বড় অঙ্কের, কারা আবেদন করতে পারবেন? জানুন বিশদে

Last Updated:

South 24 Parganas News: খিদিরপুরে কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হবে কর্মী, বেতন আকর্ষণীয়। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে এই কর্মী। তিনটি শূন্যপদের জন্য আবেদন নেওয়া হচ্ছে।

চলছে নিয়োগের প্রস্ততি
চলছে নিয়োগের প্রস্ততি
খিদিরপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: খিদিরপুরে কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হবে কর্মী, বেতন আকর্ষণীয়। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে এই কর্মী। তিনটি শূন্যপদের জন্য আবেদন নেওয়া হচ্ছে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৬০ হাজার টাকা। ‘ন্যাশনাল আরবান হেলথ মিশন'(এনইউএইচএম)-এর পক্ষ থেকে এই কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মেডিক্যাল অফিসারও নিয়োগ করা হবে। খিদিরপুর আরবান কমিউনিটি হেলথ সেন্টারে কাজ হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এক বছরের ইন্টার্নশিপও থাকতে হবে।
advertisement
advertisement
রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে‌। বয়সের ঊর্ধ্বসীমা ৬৭ বছরের মধ্যে হতে হবে।ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ হবে।
২০ জানুয়ারি এই ইন্টারভিউ হবে। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছোতে হবে।
advertisement
বিজ্ঞপ্তিটি দেখতে https://www.kmcgov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকেই এই বিষয় বিস্তারিত তথ্য জানা যাবে। এই ওয়েবসাইট দেখে আগ্রহী প্রার্থীরা তাদের সিভি তৈরি করবেন।
এরপর নির্দিষ্ট দিনে সেখানে যেতে হবে। ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। তবে বেতন আকর্ষণীয়। এই বেতনে কাজ করতে পারবেন। নির্দিষ্ট দিনে উপস্থিত থাকলে সুযোগ পাবেন। ন্যাশানাল আর্বান হেলথ মিশনের উদ্যোগে নিয়োগ হবে। ফলে চাকরির স্থায়িত্ব থাকবে। ফলে নির্বিঘ্নে আবেদন করতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
South 24 Parganas News: খিদিরপুরে কমিউনিটি হেলথ সেন্টারে কর্মী নিয়োগ! বেতন বড় অঙ্কের, কারা আবেদন করতে পারবেন? জানুন বিশদে
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement