Job: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ! কোন পদে নিয়োগ? শিক্ষাগত যোগ্যতা থেকে বেতন, সব দেখে নিন বিশদে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের প্রজেক্ট অ্যাসোসিয়েটের সুযোগ দেবে আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
আসানসোল, রিন্টু পাঁজা: স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের প্রজেক্ট অ্যাসোসিয়েটের সুযোগ দেবে আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এমনই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
নোটিশে জানান হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের টোপোলজিক্যাল ইনসুলেটর ফর ইনফারেট ডিটেক্টর এন্ড এরাই (FPA) এই বিষয়ের উপরে দুইজন প্রজেক্ট এসোসিয়েট নিয়োগ করা হবে। তাদের সম্পূর্ণ ভাবে এই অর্থ প্রদান করবে এশিয়ান অফিস অফ অ্যারো স্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (AOAARD) এবং এয়ার ফোর্স রিসার্চ ল্যাবটারি (AFRL) USA।
আরও পড়ুন: টার্গেট ছিলেন মহিলা দোকানদাররা! পুরোহিত হিসেবে চিনতেন সবাই, আসলে কী করতেন? হাওড়ায় বড় কাণ্ড
advertisement
advertisement
তবে এই প্রজেক্ট অ্যাসোসিয়েট এর মেয়াদ দুই বছর। প্রাথমিকভাবে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত এবং প্রকল্পের কর্মক্ষমতার উপর ভিত্তি করে ১৭ আগস্ট ২০২৭ পর্যন্ত বাড়ান যেতে পারে। অবশ্যই যারা আবেদন করবেন তারা যেকোনও সরকারি বা বেসরকারি স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যার উপরে স্নাতকোত্তর থাকতে হবে। এবং ফ্যাব্রিকেশন এর উপরে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এ বিষয়ে এপ্লাই করার শেষ তারিখ ১০ অক্টোবর ২০২৫। শুধুমাত্র অনলাইনে ইমেল মারফত পাঠাতে হবে। একটি নির্দিষ্ট ফরমেটে এপ্লিকেশন করতে হবে সেটি ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যাবে।
advertisement
এরপরে প্রার্থীদের সাম্প্রতিক সিভি এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার প্রমাণপত্র সফ্ট কপি একটি পিডিএফ করে এই মেইল আইডিতে পাঠাতে হবে hod.physics@knu.ac.in এবং কপি করে puja.dey@knu.ac.in অবশ্যই মেইল করার প্রথমে সাবজেক্ট লাইনে লিখতে হবে “Application for Project Associate-I -AOARD Project 2025 Physics Department”। সাক্ষাৎকার বা ইন্টারভিউ অফলাইনের মাধ্যমে হবে ১৫ অক্টোবর ২০২৫, সেটি ইমেল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
এই বিষয়ে যাদের নিয়োগ করা হবে তাদেরকে মাসে ৩০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে সঙ্গে HRA(18%) দেওয়া হবে। তাই যারা আগ্রহী এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে www.knu.ac.in।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2025 6:03 PM IST