WB HFW Recruitment 2021: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ১৫০০ পদে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ; জানুন বিশদে

Last Updated:

WB HFW Recruitment 2021: প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।

Representative Image
Representative Image
#কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের (Health and Family Welfare Department) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কমিউনিটি হেলথ অফিসার (Community Health Officers) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে www.wbhealth.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
WB HFW Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ১২ নভেম্বর এবং সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ নভেম্বর, ২০২১ তারিখ। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
WB HFW Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৫০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
WB HFW Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
জেনারেল ক্যাটাগরি: ৭৮০টি পদ
তফসিলি জাতি: ৩৩০টি পদ
advertisement
তফসিলি উপজাতি: ৯০টি পদ
ওবিসি (এ): ১৫০টি পদ
ওবিসি (বি): ১০৫টি পদ
শারীরিক প্রতিবন্ধী: ৪৫টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার (WB HFW)
পদের নাম: কমিউনিটি হেলথ অফিসার
শূন্যপদের সংখ্যা: ১৫০০
advertisement
কাজের স্থান: পশ্চিমবঙ্গ
কাজের ধরন: স্থায়ী পদ
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৫.১১.২০২১
রেজিস্ট্রেশনের শেষ দিন: ১০.১১.০২১
WB HFW Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীরা সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
advertisement
WB HFW Recruitment 2021: আবেদন ফি
প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।
WB HFW Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে।
আবেদনে ইচ্ছুক প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটিতে www.wbhealth.gov.in গিয়ে আবেদন করতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB HFW Recruitment 2021: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ১৫০০ পদে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ; জানুন বিশদে
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement