Job Vacancy: রেলে ওয়াক-ইন ইন্টারভিউ, জানুন তারিখ ও অন্য তথ্য
- Published by:Debalina Datta
Last Updated:
Job Vacancy: Central Railway Recruitment 2021: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের আগামী ১১ জানুয়ারি, ২০২২ তারিখে ইন্টারভিউ নেওয়া হবে।
#মুম্বই: সম্প্রতি সেন্ট্রাল রেলওয়ের (Central Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মেডিক্যাল প্র্যাকটিশনার (Medical Practioner) পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Central Railway Recruitment 2021: ইন্টারভিউয়ের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির (Job Vacancy) তথ্য অনুযায়ী, প্রার্থীদের আগামী ১১ জানুয়ারি, ২০২২ তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন - Virat Kohli's Fitness Update: মেগা গুরুত্বপূর্ণ IND vs SA তৃতীয় টেস্টে কি কোহলি খেলবেন, যা জানাল ক্যাম্প
advertisement
advertisement
Central Railway Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Central Railway Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
ফিজিশিয়ান- ৪টি পদ
অ্যানাস্থেটিক্স/ইনটেনসিভিস্ট- ৪টি পদ
জিডিএমও- ১০টি পদ
আরও পড়ুন - Explained: Egg Freezing: ৩০-৪০ বছরে এগ ফ্রিজিংয়ের প্ল্যান? পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | সেন্ট্রাল রেলওয়ে (Central Railway) |
পদের নাম | ফিজিশিয়ান, অ্যানাস্থেটিক্স/ইনটেনসিভিস্ট, জিডিএমও |
শূন্যপদের সংখ্যা | ১৮ |
কাজের স্থান | মুম্বই |
কাজের ধরণ | চুক্তির ভিত্তিতে |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | কিছু জানানো হয়নি |
শিক্ষাগত যোগ্যতা | স্পেশ্যালিস্ট- মেডিসিনে ডিগ্রি; মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার (Medical Council of India) দ্বারা স্বীকৃত এমবিবিএস ডিগ্রি |
জিডিএমও | মেডিসিনে ডিগ্রি; তৃতীয় শিডিউলের দ্বিতীয় ভাগের শিক্ষাগত যোগ্যতা সহ এমবিবিএস ডিগ্রি। |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
advertisement
আবেদন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদনের শেষ দিন | কিছু জানানো হয়নি |
ইন্টারভিউয়ের তারিখ | ১১.০১.২০২২ |
Central Railway Recruitment 2021: আবেদনের যোগ্যতা
স্পেশ্যালিস্ট- মেডিসিনে ডিগ্রি; মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার (Medical Council of India) দ্বারা স্বীকৃত এমবিবিএস ডিগ্রি
জিডিএমও- মেডিসিনে ডিগ্রি; তৃতীয় শিডিউলের দ্বিতীয় ভাগের শিক্ষাগত যোগ্যতা সহ এমবিবিএস ডিগ্রি।
advertisement
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন-
Central Railway Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ০১.০১.২০২২ তারিখ অনুযায়ী ৫৩ বছরের মধ্যে হতে হবে।
Central Railway Recruitment 2021: অন্যান্য তথ্য
view commentsপ্রার্থীদের ১১ জানুয়ারি, সকাল ১১টার মধ্যে প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। প্রতিষ্ঠানের ঠিকানা, ‘Bharatratna Dr. Babasaheb Ambedkar Memorial Hospital, Central Railway, Byculla, Mumbai- 400027’। প্রার্থীদের চুক্তির ভিত্তিতে ৩ মাসের জন্য অথবা কোভিডের অবস্থার ওপর নির্ভর করে নিয়োগ করা হবে।
Location :
First Published :
January 07, 2022 5:44 PM IST