Virat Kohli's Fitness Update: মেগা গুরুত্বপূর্ণ IND vs SA তৃতীয় টেস্টে কি কোহলি খেলবেন, যা জানাল ক্যাম্প

Last Updated:

Virat Kohli's Fitness Update: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) চোটের কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি৷

Know fitness update of Virat Kohli- Photo- AFP
Know fitness update of Virat Kohli- Photo- AFP
#কেপটাউন:  কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে হেরে গেছে৷ এই হারের ফলে ৩ টেস্ট সিরিজ এই মুহূর্তে ১-১ রয়েছে৷ ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) চোটের কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি৷ এই অবস্থায় বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনুপস্থিতি -র জন্য কেএল রাহু দ্বিতীয় টেস্টে ভারতের অধিনায়কত্ব করেন৷ আর তাঁর অধিনায়কত্বের টেস্ট ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারতে হয়েছে৷ এই অবস্থায় বড় প্রশ্ন তৃতীয় টেস্ট ম্যাচে কি ভারতীয় দলের অধিনায়কত্ব করতে পারবেন বিরাট কোহলি৷ বিরাট কোহলির ফিটনেস (Virat Kohli's fitness)  কতটা ফিরেছে এটাই এখন প্রশ্ন৷
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় টেস্টে হারের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন শেষ টেস্টে বিরাট কোহলি কি অধিনায়কত্ব করতে পারেন৷ তৃতীয় টেস্টে বিরাট কোহলির ফিটনেস (Virat Kohli's fitness) কি পুরো মাত্রায় ফিরবে৷ দ্বিতীয় ম্যাচে অধিনায়কত্ব করে কেএল রাহুল (KL Rahul) বলেছেন, বিরাট কোহলি (Virat Kohli) নেটে অনুশীলন শুরু করেছেন৷ আশা করা যায় সিরিজের নির্ণায়ক ম্যাচে কোহলি খেলবেন৷
advertisement
advertisement
রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কোহলিকে ফিটনেস আপডেট  (Virat Kohli's fitness)
অধিনায়ক কোহলি পিঠের ওপরের দিকে স্প্যাজমের কারণে দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারেননি৷ রাহুল বলেছেন কোহলি আগের থেকে ভালো অনুভব করেছেন৷ গত কয়েকদিনে নেটে অনুশীলন করছেন এবং দৌড় অনুশীলন করছেন৷ আমার মনে হয় উনি ঠিক হয়ে যাবেন৷
advertisement
ম্যাচের পর দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বিরাট কোহলির ফিটনেস (Virat Kohli's fitness) নিয়ে আপডেট দিয়েছেন৷ তিনিও কেএল রাহুলের সুরেই বলেছেন কোহলিকে ফিট মনে হচ্ছে৷ নেটে তিনি অনুশীলন করছেন৷ দ্রাবিড় আরও বলেছেন এখনও তিনি ফিজিও-র সঙ্গে পুরো চর্চা করেননি৷ তিনি আরও ফিট হবেন, আগামী চারদিনে পরিস্থিতির আরও উন্নতি হবে৷ যদি কেপটাউনে ভারত বনাম দক্ষিণ (Ind vs SA) আফ্রিকা তৃতীয় টেস্টে বিরাট কোহলি খেলেন তাহলে হনুমা বিহারী বেঞ্চে ফিরবেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli's Fitness Update: মেগা গুরুত্বপূর্ণ IND vs SA তৃতীয় টেস্টে কি কোহলি খেলবেন, যা জানাল ক্যাম্প
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement