UPPSC Recruitment 2021: উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ চলছে! আবেদন করুন শীঘ্র
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
UPPSC Recruitment 2021: প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, মোট ৫টি শূন্য পদ রয়েছে। প্রার্থীদের আগামী ৩ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের (Uttar Pradesh Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
UPPSC Recruitment 2021: আবেদনের তারিখ--
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
UPPSC Recruitment 2021: শূন্য পদের সংখ্যা--
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, মোট ৫টি শূন্য পদ রয়েছে।
advertisement
UPPSC Recruitment 2021: শূন্য পদের বিস্তারিত বিবরণ--
প্রোগ্রামার গ্রেড-২: ১টি পদ
কম্পিউটার অপারেটর গ্রেড ‘বি’: ৩টি পদ
advertisement
ম্যানেজার (সিস্টেম): ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য--
সংস্থা: উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (UPPSC)
advertisement
পদের নাম: প্রোগ্রামার গ্রেড-২, কম্পিউটার অপারেটর গ্রেড ‘বি’, ম্যানেজার (সিস্টেম)
শূন্য পদের সংখ্যা: ৫
কাজের স্থান: উত্তরপ্রদেশ
advertisement
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
advertisement
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৩.১২.২০২১
UPPSC Recruitment 2021: আবেদন ফি--
জেনারেল ক্যাটেগরি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গের প্রার্থী এবং ওবিসি প্রার্থীদের জন্য ২২৫ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে তফসিলি জাতি ও উপজাতি বর্গের প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০৫ টাকা দিতে হবে। শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থী এবং প্রাক্তন চাকরিজীবীদের জন্য আবেদন ফি যথাক্রমে ২৫ টাকা এবং ১০৫ টাকা ধার্য করা হয়েছে।
UPPSC Recruitment 2021: আবেদন পদ্ধতি--
প্রার্থীদের প্রথমে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে uppsc.up.nic.in গিয়ে হোমপেজের এই লেখাটিতে ‘CLICK HERE TO APPLY FOR ADVT. NO. A-8/E-1/2021 PROGRAMMER GRADE-2 / COMPUTER OPERATOR GRADE B / MANAGER(SYSTEM)”’ ক্লিক করতে হবে। এর পর নতুন একটি পেজে নিজেদের নাম রেজিস্টার করিয়ে আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে হবে।
Location :
First Published :
November 06, 2021 4:06 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
UPPSC Recruitment 2021: উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ চলছে! আবেদন করুন শীঘ্র