হোম /খবর /চাকরি ও শিক্ষা /
বিদ্যুৎ বিভাগে ২৪০ পদে একসঙ্গে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, শীঘ্রই জানুন

UPPCL Recruitment 2021: বিদ্যুৎ বিভাগে ২৪০ পদে একসঙ্গে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, শীঘ্রই জানুন

UPPCL Recruitment 2021: গ্রুপ C বিভাগে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ২৪০টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে UPPCL।

  • Share this:

#লখনউ: উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড (UPPCL) গ্রুপ C বিভাগে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করতে চলেছে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী মাসে।

UPPCL-তে নিয়োগে শূন্যপদের বিবরণ

গ্রুপ C বিভাগে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ২৪০টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে UPPCL।

UPPCL-তে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৮ অক্টোবর, ২০২১ থেকে। আবেদন করা যাবে ২৮ অক্টোবর, ২০২১ পর্যন্ত। অর্থাৎ আবেদনের জন্য হাতে ২০ দিন সময় পাওয়া যাবে।

UPPCL-তে নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা

আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের কমার্স ব্যাকগ্রাউন্ডে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ করা হতে হবে।

UPPCL-তে নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা

১ জুলাই, ২০২১ অনুযায়ী, প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

UPPCL-তে নিয়োগে শূন্যপদে আবেদনের ফি -

ST, SC যারা উত্তরপ্রদেশের, তাদের ফি বাবদ দিতে হবে ৮২৬ টাকা করে। যারা উত্তরপ্রদেশের EWS ক্যাটাগরির এবং OBC প্রার্থীদের দিতে হবে ১,১৮০ টাকা করে। PwD প্রার্থীদের দিতে হবে ১২ টাকা করে।

আবেদনের আগে প্রার্থীদের যোগ্যতা ও নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য দেখে নিতে হবে। নিয়োগ প্রক্রিয়া কী হবে , তা জানানো হয়নি এখনও তবে, নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হতে পারে। বাকি তথ্য় বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। বিজ্ঞপ্তিটিও অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য

সংস্থা - উত্তরপ্রদেশ পাওয়ার করপোরেশন লিমিটেড

পদ - অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট

পদের সংখ্যা - ২৪০

যোগ্যতা - কমার্স ব্যাকগ্রাউন্ডে ব্যাচেলর ডিগ্রি

কাজের ধরন - হিসাব সংক্রান্ত কাজ

বয়স সীমা - ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর বয়স

আবেদন শুরু - ৮ অক্টোবর, ২০২১ থেকে

আবেদনের শেষ তারিখ - ২৮ অক্টোবর, ২০২১

আবেদন প্রক্রিয়া - অনলাইন

আবেদনের ফি - ST, SC যারা উত্তরপ্রদেশের, তাদের ফি বাবদ দিতে হবে ৮২৬ টাকা করে। যারা উত্তরপ্রদেশের EWS ক্যাটাগরির এবং OBC প্রার্থীদের দিতে হবে ১,১৮০ টাকা করে। PwD প্রার্থীদের দিতে হবে ১২ টাকা করে।

নিয়োগ প্রক্রিয়া - জানানো হয়নি

নিয়োগের দিন - জানানো হয়নি

Published by:Swaralipi Dasgupta
First published: