Job: বিনামূল্যে চাকরির প্রশিক্ষণে বদলাচ্ছে ভবিষ্যৎ! মালদহে যোগ্যশ্রী প্রকল্পে মিলছে সাফল্যের পথ
- Reported by:Jiam Momin
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
Job: রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ কেন্দ্রে।
মালদহ, জিএম মোমিন: খরচ নয় বিনামূল্যে মিলছে চাকরির বিশেষ প্রশিক্ষণ। রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ কেন্দ্রে। কেউ পুলিশ, কেউ ক্লার্ক, কেউ শিক্ষক-সহ বি, সি ও ডি গ্রেডের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন পড়ুয়ারা।
মালদহের সাহাপুর উচ্চ বিদ্যালয় রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পের এনসিএসএম ফাউন্ডেশনের উদ্যোগে দেওয়া হচ্ছে এই বিশেষ প্রশিক্ষণ। আবেদনের মাধ্যমে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন এই প্রশিক্ষণ কেন্দ্রে। মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পড়ুয়ারা সুযোগ পাবেন চাকরির পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ নেওয়ার।
advertisement
advertisement
ইতিমধ্যে বহু শিক্ষার্থী চাকরি সুযোগ পেয়েছেন এই প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনার পর। এক শিক্ষার্থী সৌরভ মাঝি জানান, “রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পের অধীনস্থ এই প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনার পর অনেকটাই সুবিধা হয়েছে। ইতিমধ্যে রাজ্য পুলিশের চাকরির লিখিত পরীক্ষায় পাস করেছি। শুধুমাত্র মাঠ পরীক্ষা বাকি রয়েছে, সেটি সম্পূর্ণ হলেই চাকরি হয়ে যাবে।”
advertisement
প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ মৌসুমী সরকার জানান , “প্রতিবছরই একটি ব্যাচকে নয় মাস পর্যন্ত বিভিন্ন চাকরির প্রস্তুতির জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে এই প্রশিক্ষণ কেন্দ্রে শুধুমাত্র এসটি, এসসি শ্রেণির শিক্ষার্থীরা সুযোগ পাবেন আবেদনের। প্রতিবছরই বছরের শুরুতে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।”
advertisement
পিছিয়ে পড়া শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ গড়ার অন্যতম চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পের বিশেষ এই প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিবছরই ৫০ জন শিক্ষার্থী চাকরির প্রস্তুতির বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন বিনামূল্যে। রাজ্য সরকারের এমন উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পড়ুয়া থেকে শিক্ষক মহলের একাংশ।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 7:27 PM IST






