হোম /খবর /চাকরি ও শিক্ষা /
প্রচুর পদে ম্যানেজার ও অফিসার নিয়োগ ফার্টিলাইজার এবং কেমিক্যাল কোম্পানিতে

Manager Recruitment 2021: প্রচুর পদে ম্যানেজার ও অফিসার নিয়োগ ফার্টিলাইজার এবং কেমিক্যাল কোম্পানিতে !

প্রার্থীদের আগামী ২২ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র (Job Application) জমা করাতে হবে।

  • Share this:

#নয়াদিল্লি: সম্প্রতি রামগুন্দম ফার্টিলাইজার এবং কেমিক্যালস লিমিটেডের (Ramagundam Fertilizers & Chemicals Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজার, অফিসার ইত্যাদি পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

RFCL Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২২ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। আবেদন করতে হবে অনলাইনে (Online)। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

আরও পড়ুন IPR Recruitment 2021: ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ সেন্টার! কী ভাবে আবেদন করবেন?

RFCL Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১৭টি শূন্যপদ (Vacancy) রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাকাউন্টস অফিসার এবং সিনিয়র মেডিক্যাল অফিসার ইত্যাদি পদে নিয়োগ করা হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন ফি, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য (job application) বিষয়ে আরও অধিক জানতে হলে এই লিঙ্কে https://www.nationalfertilizers.com/images/pdf/career/RFCL/DETAILED%20ADV%20(ENGLISH)%20-RFCL%20EXPERIENCED%20PROFESSIONALS%20VACANCIES-2021.pdf ক্লিক করতে হবে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: রামগুন্দম ফার্টিলাইজার এবং কেমিক্যালস লিমিটেড (RFCL)

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাকাউন্টস অফিসার এবং সিনিয়র মেডিক্যাল অফিসার

শূন্যপদের সংখ্যা: ১৭

কাজের স্থান: নির্দিষ্ট কিছু জানানো হয়নি

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ২২.১০.২০২১

RFCL Recruitment 2021: বিশেষ ঘোষণা

আগ্রহী প্রার্থীদের আবেদনের পূর্বে শিক্ষাগত যোগ্যতা, বয়সের মানদণ্ড এবং অন্যান্য বিবরণ পড়ে নিতে হবে। বয়স নূন্যতম শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক পে স্কেল/ সিটিসিতে যোগ্যতা পরবর্তী একজিকিউটিভ (Executive) কাজের অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে মানদণ্ড নির্ধারণের জন্য প্রতিষ্ঠান সূত্রে নির্দিষ্ট তারিখ হিসেবে ৩১ অগাস্ট, ২০২১ ঘোষণা করা হয়েছে। যে কোনও কারণেই হোক এই নির্দিষ্ট সময়সীমা পরিবর্তন করা হবে না।

আরও পড়ুন Department of Biotechnology Recruitment 2021: ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিতে সায়েন্টিস্ট পদে নিয়োগ, জানুন বিশদে!

কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে, আরএফসিএল বলেছে, কাজের অভিজ্ঞতা প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা অর্জনের পরে ইন-লাইনে অভিজ্ঞ হওয়া উচিত। ম্যানেজমেন্ট ট্রেইনি / গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি হিসেবে প্রার্থীর কাজের অভিজ্ঞতা শুধুমাত্র সেই ক্ষেত্রে গণনা করা হবে যদি সেই একই কোম্পানিতে তারা নিয়মিত কাজ করেনৃ। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১-এর অধীনে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ পরবর্তী যোগ্যতা ইনলাইন একজিকিউটিভ কাজের অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে না।

উল্লখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি আবেদন করতে চাইলে এই লিঙ্কটি https://www.nationalfertilizers.com/index.php?option=com_content&view=article&id=571%3Arecruitment-of-experienced-professionals-in-rfcl-2021&catid=53%3Acareers-recruitment-in-rfcl&lang=en ব্যবহার করতে পারেন।

Published by:Pooja Basu
First published:

Tags: Jobs