#নয়াদিল্লি: সম্প্রতি ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ সেন্টারের (Institute for Plasma Research) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ক্লার্ক (Clerk) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (official website) গিয়ে খোঁজ নিতে পারেন।
IPR Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন (job application) প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
IPR Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৫টি শূন্যপদ (Vacancy) রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন ফি, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে হলে এই লিঙ্কে https://erecruit.ipr.res.in/login ক্লিক করতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ (IPR)
পদের নাম: ক্লার্ক
শূন্যপদের সংখ্যা: ০৫
কাজের স্থান: নির্দিষ্ট কিছু জানানো হয়নি
কাজের ধরন: স্থায়ী পদ
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও অন্যান্য
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ এবং কম্পিউটার সার্টিফিকেট প্রাপ্ত
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৫.১১.২০২১
IPR Recruitment 2021: আবেদনের যোগ্যতা
ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ সেন্টার বর্তমানে ভারতে বিভিন্ন স্থানে অবস্থিত রয়েছে, যেমন, ভাট, গান্ধীনগর ইত্যাদি শহরে। যে সকল প্রার্থীরা স্নাতক পাশ করেছেন এবং কম্পিউটারে সার্টিফিকেট প্রাপ্ত তারা উল্লখিত পদে আবেদনের যোগ্য। এছাড়াও প্রার্থীদের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
নির্বাচিত প্রার্থীদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, এস্টাব্লিসমেন্ট, অ্যাকাউন্টস, পারচেজ এবং স্টোরসের কাজে নিয়মিত সময়ের জন্য নিয়োগ করা হবে।
IPR Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের নির্বাচনের জন্য মূলত দু’ধরণের পরীক্ষা নেওয়া হবে (exam)। লিখিত পরীক্ষা এবং বর্ণনামূলক পরীক্ষা। লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞানসূচক প্রশ্নপত্র, সচেতনতা মূলক, সাধারণ ইংরেজি, সংখ্যাতত্ত্ব, অঙ্ক, কম্পিউটার এবং রিজনিংয়ের মতো প্রশ্নপত্র থাকবে। পরীক্ষার দ্বিতীয় ভাগে সাধারণত পত্র লেখা, বা ডকুমেন্ট তৈরির মতো প্রশ্ন দেওয়া হবে।
উল্লখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি আবেদন করতে চাইলে এই লিঙ্কটি https://erecruit.ipr.res.in/login ব্যবহার করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jobs