Recruitment 2024: মোটা অংকের বেতনে চাকরির সুযোগ আইআইটি খড়্গপুরে, এখনই আবেদন করুন

Last Updated:

Recruitment 2024: বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে কম্পিউটার সাইন্স বিষয়ে বি ই কিংবা বি.টেক ডিগ্রি থাকতে হবে, সঙ্গে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডে ভাল দক্ষতা থাকতে হবে। ক্রিপটোগ্রাফি বিষয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার মিলবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পশ্চিম মেদিনীপুর: আপনি কি চাকরি খুঁজছেন? আপনার কি কম্পিউটার সায়েন্সে বি.টেক কিংবা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং কোর্স করা রয়েছে? তবে আপনার জন্য আইআইটি খড়্গপুরে রয়েছে চাকরির সুযোগ। মোটা অংকের বেতনের চাকরি পেতে এখনই আবেদন জানান। অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে আইআইটি খড়্গপুর। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে বিশেষ এক প্রকল্পে গবেষণামূলক কাজের জন্য সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এই মর্মে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন জানানোর সময় অল্প, তাই এখনই আবেদন করুন।
আরও পড়ুনঃ রোজ রাতে অন্তর্বাস পরে ঘুমান? ঠিক না ভুল করছেন? বিশেষজ্ঞের মত বদলে দেবে আপনার সব ধারণা
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে কম্পিউটার সাইন্স বিষয়ে বি ই কিংবা বি.টেক ডিগ্রি থাকতে হবে, সঙ্গে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডে ভাল দক্ষতা থাকতে হবে। ক্রিপটোগ্রাফি বিষয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার মিলবে। জানা গিয়েছে, একটিমাত্র পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিকে মাসিক ৩৫ হাজার ৪০০ টাকা দেওয়া হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট।
advertisement
জানা গিয়েছে প্রকল্পটির নাম, ইনক্রিপ্টেড লুক আপ- টেবিল বেসড প্রাইভেসি প্রিজারভিং কম্পিউটেশন ফ্রেমওয়ার্ক ফর মেশিন লার্নিং আর্কিটেকচার ( Encrypted Lookup-Table Based Privacy Preserving Computation Framework For Machine Learning Architectures(TFM)। এই প্রজেক্টটি স্পন্সর করেছে কোয়ালাকাম টেকনোলজিসস (Qualcomm Technologies, INC.(5751 Pacific Center Blvd., San Diego, CA 92121, United States)।
advertisement
advertisement
আবেদন জানানোর শেষ তারিখ, ২২নভেম্বর ২০২৪। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই বিশেষ পদের জন্য। কীভাবে আবেদন জানানো যাবে? প্রথমে আপনাকে আইআইটি খড়্গপুরে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, সেখান থেকে টেম্পোরারি জব পজিশন অপশনে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে আবেদন জানাতে পারবেন আপনি। লিংক https://erp.iitkgp.ac.in/SricWeb/temporaryJobs.htm
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Recruitment 2024: মোটা অংকের বেতনে চাকরির সুযোগ আইআইটি খড়্গপুরে, এখনই আবেদন করুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement