Job Alert: মোটা অংকের বেতনের চাকরির সুযোগ আইআইটিতে, আবেদন জানান আজই
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Job Alert: এবার গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ আইআইটি খড়্গপুরে। মোটা অংকের বেতনে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীনতম প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি।
পশ্চিম মেদিনীপুর: এবার গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ আইআইটি খড়্গপুরে। মোটা অংকের বেতনে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীনতম প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। অস্থায়ী ভিত্তিতে কাজের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে। অনলাইন মাধ্যমে জানাতে হবে আবেদন। জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়োগ করবে আইআইটি খড়গপুর। বিশেষ এক প্রকল্পে অস্থায়ী কাজের জন্য একজন কর্মী নিয়োগ করবে। তাই আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন জানান।
আরও পড়ুনঃ যতই ইচ্ছে হোক, মুখে তুলবে না মুসুরি, বিউলি! বদলে খান এই দুই ‘ডাল’! নিংড়ে নেবে ইউরিক অ্যাসিড, ১০ দিনেই ধরাশায়ী ব্যথা যন্ত্রণা
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক ডিগ্রি, ল্যান্ড এন্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং কিংবা সয়েল এন্ড ওয়াটার কনজারভেশন ইঞ্জিনিয়ারিং অথবা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকলে আবেদন জানাতে পারবেন এই বিশেষ পদের জন্য। এছাড়াও নেট সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বাভাবিকভাবে মোটা অংকের বেতনে কর্মী নিয়োগ করবে আইআইটি।
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, Climate Change and Water Resources Perspective Analysis of Ken-Betwa River Basins of Bundelkhand Region(PKR) প্রকল্পে কাজের জন্য একজন কর্মী নিয়োগ করা হবে। জুনিয়ার রিসার্চ ফেলিসিপ নিয়োগ করবে আইআইটি খড়গপুর। Department of Water Resources, River Development and Ganga Rejuvenation, Ministry of Jal Shakti(Research Intelligence Division First floor, floor c. 4, West Khand 1, R K Puram, New Delhi 110066) এর অর্থপুষ্টে কর্মী নিয়োগ হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঠিক ‘এই’ কারণেই লাফিয়ে বাড়ছে ‘হার্ট অ্যাটাক’! যুবক-যুবতীরা এখনই সাবধান হন! কী বলছেন বিশেষজ্ঞ?
জানা গিয়েছে আবেদনকারীর বয়স হতে হবে, সর্বোচ্চ ২৮ বছর। সেক্ষেত্রে এসটি, এসসি, ওবিসি আবেদনকারীদের জন্য বয়সে ছাড়পত্র রয়েছে। আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি পজিশনে গিয়ে বিজ্ঞপ্তি দেখে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2025 5:44 PM IST