হোম /খবর /চাকরি ও শিক্ষা /
আর্কিটেচারাল অ্যাসিস্ট্যান্ট বা প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, দ্রুত আবেদন

Job Vacancy: আর্কিটেচারাল অ্যাসিস্ট্যান্ট বা প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, দ্রুত আবেদন করুন

Job Vacancy: Know details of tnpsc invites applications- Photo- Representative

Job Vacancy: Know details of tnpsc invites applications- Photo- Representative

TNPSC Recruitment 2021: আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাচ্ছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

  • Share this:

#চেন্নাই: তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন (TNPSC) আর্কিটেচারাল অ্যাসিস্ট্যান্ট বা প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ  (Job Vacancy) করতে চলেছে। এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যা থেকে জানা যাচ্ছে, নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

TNPSC-তে নিয়োগে শূন্যপদের বিবরণ

আর্কিটেচারাল অ্যাসিস্ট্যান্ট বা প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ (Job Vacancy) করা হবে। শূন্যপদ রয়েছে ৪টি।

TNPSC-তে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাচ্ছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ৪টি পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২৩ অক্টোবর, ২০২১।

আরও পড়ুন - Job Vacancy: পাবলিক সার্ভিস কমিশনের আওতায় আয়ুষ বিভাগে মেডিক্যাল অফিসার নিয়োগ, জানুন বিস্তারিত!

TNPSC-তে নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা

ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য টাউন প্ল্যানিংয়ে মার্স্টার্স, সিভিল ইঞ্জিনিয়রিংয়ে ডিগ্রি, আর্কিটেকচার বা ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার্স অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস অফ ইন্ডিয়ার অ্যাসোসিয়েট মেম্বারশিপ থাকতে হবে। অথবা তাকে A.M.I.E (সিভিল) হতে হবে, যা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)-র অ্যাসোসিয়েট মেম্বার।

TNPSC-তে শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া

একটি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। লিখিত পরীক্ষাটি হবে ২২ জানুয়ারি, ২০২২। চেন্নাই, মাদুরাই, কোয়েম্বাতোর, তিরুচিরাপল্লি, তিরুনেলভেলি, সালেম, তাঞ্জাভুর ও ভেলোরে পরীক্ষা কেন্দ্র থাকবে।

আরও পড়ুন - Lifestyle : তারুণ্য ধরে রাখবে পঞ্চকর্মা থেরাপি, জেনে নিন এর আরও উপকারিতা

কমিশনের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত বাছাইয়ের প্রক্রিয়া হবে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। দুই পরীক্ষার ক্ষেত্রেই প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। কেউ যদি এই ২টি পরীক্ষার একটিতে না বসে, তা হলে তাকে বাছাইয়ের প্রক্রিয়ায় রাখা হবে না।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য

সংস্থা - তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন

পদ - আর্কিটেচারাল অ্যাসিস্ট্যান্ট বা প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদের সংখ্যা - ৪

যোগ্যতা - টাউন প্ল্যানিংয়ে মার্স্টার্স, সিভিল ইঞ্জিনিয়রিংয়ে ডিগ্রি, আর্কিটেকচার বা ইনস্টিটিউট অফ টাউন প্ল্যানার্স অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস অফ ইন্ডিয়ার অ্যাসোসিয়েট মেম্বারশিপ থাকতে হবে; অথবা তাকে A.M.I.E (সিভিল) হতে হবে

বয়স সীমা - জানানো হয়নি

আবেদন শুরু - আবেদন চলছে

আবেদনের শেষ তারিখ - ২৩ অক্টোবর, ২০২১

আবেদনের মাধ্যম - অনলাইন

আবেদনের ফি - জানানো হয়নি

নিয়োগ প্রক্রিয়া - কম্পিউটার বেসড পরীক্ষা ও ইন্টারভিউ

কাজের স্থান - জানানো হয়নি

বেতন -জানানো হয়নি

Published by:Debalina Datta
First published:

Tags: Job, Job Vacancy