Job Vacancy : AIIMS-এর অধীনে প্রচুর পদে ফ্যাকাল্টি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ!
- Published by:Debalina Datta
Last Updated:
Job Vacancy : প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#পটনা: সম্প্রতি পটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (All India Institute of Medical Sciences) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফ্যাকাল্টি (Faculty) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা পটনার AIIMS-এর অফিসিয়াল ওয়েবসাইটে aiimspatna.org গিয়ে খোঁজ নিতে পারেন।
AIIMS Patna Faculty Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে আগামী ২৭ নভেম্বর, ২০২১ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
AIIMS Patna Faculty Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৫৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, পটনা (AIIMS)
advertisement
পদের নাম: ফ্যাকাল্টি
শূন্যপদের সংখ্যা: ১৫৮
কাজের স্থান: পটনা
কাজের ধরন: স্থায়ী কাজ
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদনের শেষ দিন: ২৭.১১.২০২১
advertisement
AIIMS Patna Faculty Recruitment 2021: আবেদনের যোগ্যতা
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে জানতে এই লিঙ্কটিতে https://www.aiimspatna.org/advertisement/Facultyrecruitment2021.pdf গিয়ে দেখতে পারেন।
AIIMS Patna Faculty Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট আপলোড করে আবেদনপত্র জমা করতে হবে। পূরণ করা আবেদনপত্রের আরেকটি কপি এই ঠিকানায় ‘Recruitment Cell, AIIMS Patna, Phulwarisharif, Patna- 801507’ নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
advertisement
AIIMS Patna Faculty Recruitment 2021: আবেদন ফি
জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য ১৫০০ টাকা এবং SC/ST/EWSবর্গের প্রার্থীদের জন্য ১২০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
Location :
First Published :
November 10, 2021 9:33 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy : AIIMS-এর অধীনে প্রচুর পদে ফ্যাকাল্টি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ!