TRB TN PG Assistants Recruitment 2021: ২২০৭ শূন্যপদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, বিশদে জানুন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
TRB TN PG Assistants Recruitment 2021: এই পদগুলিতে আবেদন শুরু হবে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর থেকে। আবেদনের শেষ তারিখ ২০২১ সালের ১৭ অক্টোবর।
#চেন্নাই: তামিলনাড়ু (Tamil Nadu) টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড (Teachers Recruitment Board) পোস্ট গ্র্যাজুয়েট (Post Graduate) ডিগ্রিধারীদের অ্যাসিস্টেন্ট (Assistants) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
যোগ্য প্রার্থীদের তামিলনাড়ু টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট TRB.tn.nic.in-এ গিয়ে আবেদন করতে বলা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ২২০৭টি শূন্যপদ পূরণ করা হবে বলে জানা গিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় পোস্ট গ্র্যাজুয়েট অ্যাসিস্টেন্টস (Graduate Assistants) / ফিজিক্যাল এডুকেশন ডিরেক্টর গ্রেড-১ (Physical Education Directors Grade-I)/ কম্পিউটার ইন্সট্রাক্টর গ্রেড -১ (Computer Instructor Grade I) পদগুলিতে স্কুল শিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত অন্যান্য বিভাগে শূন্যপদ পূরণ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা নিচে করা হল।
advertisement
advertisement
TRB TN PG Assistants Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
এই পদগুলিতে আবেদন শুরু হবে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর থেকে। আবেদনের শেষ তারিখ ২০২১ সালের ১৭ অক্টোবর। আবেদনের তারিখ বদল করা হলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের পরীক্ষা নেওয়ার তারিখ রাখা হয়েছে ২০২১ সালের ১৩, ১৪ ও ১৫ নভেম্বর। সব পরীক্ষা কম্পিউটার ভিত্তিক হবে বলে জানা গিয়েছে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, তামিলনাড়ু
পদের নাম: শিক্ষক এবং শিক্ষাকর্মী
শূন্যপদের সংখ্যা: নির্দিষ্ট বিভাগ অনুসারে আলাদা আলাদা শূন্যপদ
কাজের স্থান: তামিলনাড়ু
কাজের ধরন: সরকারি কাজ
নির্বাচন পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা
advertisement
আবেদন প্রক্রিয়া শুরু: চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে
আবেদনের শেষ দিন: ১৭.১০.২০২১
TRB TN PG Assistants Recruitment 2021: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীদের রোল-নম্বর অনুযায়ী ফলাফল প্রকাশ করা হবে।
advertisement
TRB TN PG Assistants Recruitment 2021: আবেদন ফি
আবেদনের পর প্রার্থীরা অনলাইনে নেট ব্যাঙ্কিং (Net Banking), ক্রেডিট কার্ড (Credit Card), ডেবিট কার্ডের (Debit Card) মাধ্যমে পরীক্ষার ফি জমা করতে পারবে। জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫০০ আবেদন ফি ধার্য করা হয়েছে। এসসি, এসসিএ, এসটি (SC/SCA/ST) ও দিব্যাঙ্গ প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। প্রার্থীদের অনলাইন পেমেন্টে করার সময় সার্ভিস চার্জ দিতে হবে।
advertisement
তামিলনাড়ু টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট TRB.tn.nic.in-এ গিয়ে আবেদন করার আগে প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর লগ ইন করে নির্দিষ্ট পদে আবেদন করতে হবে। এর আগে যোগ্যতার মানদণ্ড দেখে নিতে হবে। সমস্ত নথি জমা ও বিশদ পূরণ করে আবেদন ফি জমা করতে হবে। সাবমিট করার পর একটি হার্ডকপি নিজের কাছে রেখে দিতে হবে।
Location :
First Published :
September 15, 2021 2:10 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
TRB TN PG Assistants Recruitment 2021: ২২০৭ শূন্যপদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, বিশদে জানুন