DSE, Odisha Teachers Recruitment 2021: ৪৬১৯ পদে শিক্ষক নিয়োগ হবে, আবেদনের শেষ তারিখ জানুন !
- Published by:Piya Banerjee
Last Updated:
DSE, Odisha Teachers Recruitment 2021: নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে DSE-র অফিসিয়াল ওয়েবসাইট dseodisha.azurewebsites.net থেকে।
#ভুবনেশ্বর: শিক্ষক পদে নিয়োগ করতে চলেছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন, ওড়িশা (Directorate of Secondary Education, Odisha)। হিন্দি, সংস্কৃত এবং শারীরশিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন বিষয়ে পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ হবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাদের নিয়োগ করা হবে, তাদের ওড়িশার সরকারি স্কুলে শিক্ষকতা করতে হবে। নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে DSE-র অফিসিয়াল ওয়েবসাইট dseodisha.azurewebsites.net থেকে।
DSE, ওড়িশায় শিক্ষক নিয়োগে শূন্যপদের বিবরণ
মোট ৪৬১৯টি শূন্যপদের জন্য নিয়োগ করবে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন, ওড়িশা। এর মধ্যে-
১. হিন্দির শিক্ষক নিয়োগ হবে ২০৫৫টি পদে
advertisement
২. সংস্কৃত শিক্ষক নিয়োগ হবে ১৩০৪টি পদে
৩. ফিজিক্যাল এডুকেশনে শিক্ষক নিয়োগ হবে ১২৬০টি পদে
DSE, ওড়িশায় শিক্ষক নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ তারিখ আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর, ২০২১। কর্তৃপক্ষের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, আবেদনকারীদের বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে অক্টোবর, ২০২১-এ। প্রথম সপ্তাহেই একটি অনলাইন পরীক্ষা দিতে হবে সকলকে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য :
নিয়োগ করবে- ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন, ওড়িশা
পদ- শিক্ষক পদে নিয়োগ হবে
বিভাগ- ফিজিক্যাল এডুকেশন, হিন্দি, সংস্কৃত
শূন্যপদের সংখ্যা- ৪৬১৯
আবেদনের শেষ তারিখ- ১৪.০৯.২০২১
আবেদন পদ্ধতি- অনলাইন
আবেদনের ফি- ৬০০ ও ৪০০ টাকা
DSE, ওড়িশায় শিক্ষক নিয়োগে শূন্যপদে আবেদনের ফি
ফি বাবদ প্রত্যেককে ৬০০ টাকা করে দিতে হবে। তবে, এক্ষেত্রে আবেদনকারীরা যদি SC, ST বা PWD ক্যাটাগরির হয়, তা হলে তাদের থেকে ফি বাবদ ৬০০ টাকার বদলে নেওয়া হবে ৪০০ টাকা।
advertisement
আবেদন যেভাবে অনলাইনে করা যাবে, ফি-ও অনলাইনেই দিতে হবে। এক্ষেত্রে বিভিন্ন অনলাইন মোডে ফি জমা দেওয়ার অপশন পাওয়া যাবে।
DSE, ওড়িশায় শিক্ষক নিয়োগে শূন্যপদে আবেদনের প্রক্রিয়া
১. আবেদন যেহেতু অনলাইনে হচ্ছে, তাই আবেদনের জন্য প্রথমেই DSE-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. হোমপেজে টিচার রিক্রুটমেন্ট লিঙ্ক পাওয়া যাবে, তাতে ক্লিক করতে হবে।
advertisement
৩. যা যা নথির নকল চাওয়া হচ্ছে, তা স্ক্যান করে আপলোড করতে হবে।
৪. এর পর আবেদনপত্র পূরণ করে আবেদনের ফি জমা দিতে হবে।
৫. সব ঠিক থাকলে, Done-এ ক্লিক করতে হবে এবং আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
৬. আবেদন পত্রটি জমা হয়ে যাবে।
৭. ভবিষ্যতের জন্য আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে রাখা যেতে পারে।
Location :
First Published :
September 15, 2021 3:30 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
DSE, Odisha Teachers Recruitment 2021: ৪৬১৯ পদে শিক্ষক নিয়োগ হবে, আবেদনের শেষ তারিখ জানুন !