HP Police Constable Recruitment 2021: সরকারি চাকরি করতে চান, পুলিশ কনস্টেবল পদে ১০০০ -র বেশি ভ্যাকেন্সি

Last Updated:

প্রার্থীরা হিমাচল পুলিশের (HP Police) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন, তার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে- citizenportal.hppolice.gov.in

#সিমলা: একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কনস্টেবল পদে জন্য নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন। বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা হিমাচল পুলিশের (HP Police) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন, তার জন্য ক্লিক করতে হবে এই লিঙ্কে- citizenportal.hppolice.gov.in
HP Police Constable Recruitment 2021: আবেদনের তারিখ
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ অক্টোবর, ২০২১ তারিখ থেকে। প্রার্থীদের ৩১ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র এবং আবেদনের ফি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে হিমাচল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
HP Police Constable Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ১৩৩৪টি রয়েছে বলে জানানো হয়েছে। এদের মধ্যে জেনারেল ডিউটির জন্য ১২৪৩টি পদ ও ড্রাইভারের জন্য (পুরুষ) ৯১টি পদ নির্ধারণ করা হয়েছে।
advertisement
advertisement
প্রার্থীরা বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য আরও বিশদে জানতে এই লিঙ্কে গিয়ে খোঁজ নিতে পারেন- http://citizenportal.hppolice.gov.in:8080/citizen/login.htm
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: হিমাচল পুলিশ বিভাগ
পদের নাম: কনস্টেবল
শূন্যপদের সংখ্যা: ১৩৩৪
কাজের স্থান: হিমাচল প্রদেশ
কাজের ধরন: সরকারি কাজ
নির্বাচন পদ্ধতি: ফিজিক্যাল স্ট্যান্ডার্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, লিখিত পরীক্ষা, সার্টিফিকেট নিরীক্ষণ, মেডিক্যাল পরীক্ষা এবং চরিত্র নিরীক্ষণ
advertisement
আবেদন প্রক্রিয়া শুরু: ০১.১০.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে
আবেদনের শেষ দিন: ৩১.১০.২০২১
HP Police Constable Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, লিখিত পরীক্ষা, সার্টিফিকেট নিরীক্ষণ, মেডিক্যাল পরীক্ষা এবং চরিত্র নিরীক্ষণ ইত্যাদি ক্রম অনুসারে নির্বাচন করা হবে।
advertisement
HP Police Constable Recruitment 2021: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি, গোর্খা এবং হোম গার্ডদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি, ওবিসি/ বিপিএল/ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থী এবং মহিলাদের আবেদন ফি বাবদ ১৫০ টাকা দিতে হবে।
যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাঁরা সরাসরি এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন- www.recruitment.hppolice.gov.in
advertisement
উপরের লিঙ্কগুলি ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, ২০২১ পর্যন্ত খোলা থাকবে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
HP Police Constable Recruitment 2021: সরকারি চাকরি করতে চান, পুলিশ কনস্টেবল পদে ১০০০ -র বেশি ভ্যাকেন্সি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement