IOCL Recruitment 2021: দারুন সুযোগ! ৫১৩ শূন্যপদে স্থায়ী চাকরি, দশম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে, জেনে নিন বিস্তারিত...

Last Updated:

IOCL Recruitment 2021: প্রার্থীরা কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। একের অধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে।

চাকরির জন্য অনলাইনেই আবেদন করা
চাকরির জন্য অনলাইনেই আবেদন করা
#নয়াদিল্লি: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (Indian Oil Corporation Limited) তরফে সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://www.iocrefrecruit.in/ গিয়ে খোঁজ নিতে পারেন।
IOCL Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রার্থীরা কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। একের অধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে।
advertisement
IOCL Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
বিজ্ঞপ্তিতে মোট ৫১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
IOCL Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (প্রোডাকশন): ২৯৬টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (পি এবং ইউ): ৩৫টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ইলেক্ট্রিক্যাল)/ জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৬৫টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (মেকানিক্যাল)/ জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৩২টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ইন্সট্রুমেনটেশন)/ জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৩৭টি পদ
advertisement
জুনিয়ার কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট-IV: ২৯টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ফায়ার এবং সেফটি): ১৪টি পদ
জুনিয়ার ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট-IV/ জুনিয়ার টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট- IV: ৪টি পদ
জুনিয়ার নার্সিং অ্যাসিস্ট্যান্ট-IV: ১টি পদ
সম্পূর্ণ নোটিফিকেশন পড়তে এই লিঙ্কে ক্লিক করতে হবে- https://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/Consolidated_8694.pdf
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)
পদের নাম: জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদ
শূন্যপদের সংখ্যা: ৫১৩
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
advertisement
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি
IOCL Recruitment 2021: বয়সসীমা
১. স্বীকৃত বোর্ড দ্বারা প্রদত্ত দশম/ দ্বাদশ শ্রেণির সার্টিফিকেটকেই বয়সের প্রমাণপত্র হিসেবে দেখা হবে।
২. জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৩০.০৯.২০২১ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৬ বছরের বয়সসীমা ধার্য করা হয়েছে।
৩. তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের বয়সসীমায় ৫ বছর এবং ওবিসি (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীদের ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।
advertisement
৪. বয়সের ছাড় এবং অভিজ্ঞতার সময়সীমাকে পদের ভিত্তিতে সমান ভাবে ধরা হবে।
৫. বয়লার কম্পিটেন্সি সার্টিফিকেট প্রাপ্তদের বয়সসীমায় ১ বছরের ছাড় দেওয়া হবে (পদ সংক্রান্ত কোড নম্বর ২০২-এর জন্য প্রযোজ্য)।
প্রার্থীরা সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারেন- https://www.iocrefrecruit.in/iocrefrecruit/main_special_sep21.aspx
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IOCL Recruitment 2021: দারুন সুযোগ! ৫১৩ শূন্যপদে স্থায়ী চাকরি, দশম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে, জেনে নিন বিস্তারিত...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement