IOCL Recruitment 2021: দারুন সুযোগ! ৫১৩ শূন্যপদে স্থায়ী চাকরি, দশম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে, জেনে নিন বিস্তারিত...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IOCL Recruitment 2021: প্রার্থীরা কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। একের অধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে।
#নয়াদিল্লি: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (Indian Oil Corporation Limited) তরফে সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে IOCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://www.iocrefrecruit.in/ গিয়ে খোঁজ নিতে পারেন।
IOCL Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রার্থীরা কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। একের অধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে।
advertisement
IOCL Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
বিজ্ঞপ্তিতে মোট ৫১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
IOCL Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (প্রোডাকশন): ২৯৬টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (পি এবং ইউ): ৩৫টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ইলেক্ট্রিক্যাল)/ জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৬৫টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (মেকানিক্যাল)/ জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৩২টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ইন্সট্রুমেনটেশন)/ জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- IV: ৩৭টি পদ
advertisement
জুনিয়ার কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট-IV: ২৯টি পদ
জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ফায়ার এবং সেফটি): ১৪টি পদ
জুনিয়ার ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট-IV/ জুনিয়ার টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট- IV: ৪টি পদ
জুনিয়ার নার্সিং অ্যাসিস্ট্যান্ট-IV: ১টি পদ
সম্পূর্ণ নোটিফিকেশন পড়তে এই লিঙ্কে ক্লিক করতে হবে- https://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/Consolidated_8694.pdf
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)
পদের নাম: জুনিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদ
শূন্যপদের সংখ্যা: ৫১৩
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
advertisement
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি
IOCL Recruitment 2021: বয়সসীমা
১. স্বীকৃত বোর্ড দ্বারা প্রদত্ত দশম/ দ্বাদশ শ্রেণির সার্টিফিকেটকেই বয়সের প্রমাণপত্র হিসেবে দেখা হবে।
২. জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৩০.০৯.২০২১ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৬ বছরের বয়সসীমা ধার্য করা হয়েছে।
৩. তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের বয়সসীমায় ৫ বছর এবং ওবিসি (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীদের ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।
advertisement
৪. বয়সের ছাড় এবং অভিজ্ঞতার সময়সীমাকে পদের ভিত্তিতে সমান ভাবে ধরা হবে।
৫. বয়লার কম্পিটেন্সি সার্টিফিকেট প্রাপ্তদের বয়সসীমায় ১ বছরের ছাড় দেওয়া হবে (পদ সংক্রান্ত কোড নম্বর ২০২-এর জন্য প্রযোজ্য)।
প্রার্থীরা সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারেন- https://www.iocrefrecruit.in/iocrefrecruit/main_special_sep21.aspx
Location :
First Published :
September 29, 2021 3:50 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IOCL Recruitment 2021: দারুন সুযোগ! ৫১৩ শূন্যপদে স্থায়ী চাকরি, দশম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে, জেনে নিন বিস্তারিত...