Indian Post Office Job || Recruitment 2021: শূন্যপদে কেন্দ্রীয় সরকারি চাকরির বিরাট সুযোগ! Post Office-এ সীমিত সময়ের Mega Offer...

Last Updated:

Indian Post Office Job || Recruitment 2021: ভারতীয় ডাক বিভাগে স্পোর্টস কোটার আওতায় নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে।

পোস্ট অফিসে চাকরির সুযোগ
পোস্ট অফিসে চাকরির সুযোগ
#লখনউ: সম্প্রতি চিফ পোস্টমাস্টার জেনারেল ইউপি সার্কেল, লখনউয়র (Chief Postmaster General UP Circle) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ডাক বিভাগে স্পোর্টস কোটার আওতায় নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Indian Post Office Job || Recruitment 2021)। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় ডাক (Indian Post Office Job || Recruitment 2021) বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে www.indiapost.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন। প্রার্থীদের মূলত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
advertisement
India Post UP Circle recruitment: আবেদনের তারিখ
advertisement
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে ভারতীয় ডাক (Indian Post Office Job || Recruitment 2021) বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেই www.indiapost.gov.in আবেদনপত্র পাওয়া যাবে।
India Post UP Circle recruitment: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
বিজ্ঞপ্তিতে মোট ৪৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। এদের মধ্যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান বং মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি পদে নিয়োগ করা হবে (Indian Post Office Job || Recruitment 2021)।
advertisement
India Post UP Circle recruitment: আবেদন ফি
আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে সে ক্ষেত্রে প্রার্থীরা যে কোনও পোস্ট অফিসে গিয়ে ই-পেমেন্টের মাধ্যমে চালান দিয়ে ফি জমা দিতে পারবেন।
India Post UP Circle recruitment: বয়সসীমা
advertisement
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান পদে আবেদনের জন্য ১৮ থেকে ২৭ বছর বয়সসীমা ধার্য করা হয়েছে। অন্য দিকে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য ১৮ থেকে ২৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
সংস্থা: চিফ পোস্টমাস্টার জেনারেল ইউপি সার্কেল, লখনউ
পদের নাম: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান এবং মাল্টিটাস্কিং স্টাফ
শূন্যপদের সংখ্যা: ৪৬
advertisement
কাজের স্থান: লখনউ
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অফলাইন
আবেদনের শেষ দিন: ০৫.১১.২০২১
India Post UP Circle recruitment: কী ভাবে আবেদন করতে হবে?
প্রার্থীদের ওয়েবসাইটে প্রদত্ত আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টের স্ব-স্বাক্ষরিত ফটোকপি সহ এই ঠিকানায় পাঠাতে হবে, “The Assistant Director (Recruitment), O/o The chief Postmaster General, Uttar Pradesh Circle, Lucknow – 226 001"
advertisement
আবেদনপত্র প্রেরণের শেষ দিন ৫ নভেম্বর, ২০২১ তারিখ বা তার পূর্বে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Post Office Job || Recruitment 2021: শূন্যপদে কেন্দ্রীয় সরকারি চাকরির বিরাট সুযোগ! Post Office-এ সীমিত সময়ের Mega Offer...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement