Indian Railway Recruitment 2021|| সুবর্ণ সুযোগ! ভারতীয় রেলে হাজার হাজার পদে নিয়োগ, দশম শ্রেণি পাশ হলে আজই আবেদন করুন...

Last Updated:

Indian Railway Recruitment 2021: রেলের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য সুখবর। দু'হাজারেরও বেশি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে রেল রিক্রুটমেন্ট সেল বা RRC।

ভারতীয় রেলে নিয়োগ। সংগৃহীত ছবি।
ভারতীয় রেলে নিয়োগ। সংগৃহীত ছবি।
#নয়াদিল্লি: রেলের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য সুখবর। দু'হাজারেরও বেশি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে রেল রিক্রুটমেন্ট সেল বা RRC। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ অর্থাৎ ৪ অক্টোবর, ২০২১ থেকে। আবেদন করা যাবে RRC-র অফিসিয়াল ওয়েবসাইট er.indianrailways.gov.in থেকে।
শূন্যপদের বিবরণ:
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, মোট ২৯৪৫ টি শূন্যপদে নিয়োগ করবে RRC। নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের নীতি মানা হবে কি না তা জানানো হয়নি। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, এই সংক্রান্ত সমস্ত তথ্য RRC-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
advertisement
advertisement
আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ অর্থাৎ ৪ অক্টোবর, ২০২১ থেকে। আবেদন করা যাবে আগামী মাস পর্যন্ত। ৩ নভেম্বর, ২০২১ তারিখ সন্ধ্যে ৬টা পর্যন্ত প্রার্থীরা এই ২৯৪৫টি পদের জন্য আবেদন করতে পারবে।
আরও পড়ুন: সরকারি স্কুলে ৮৩৯৩ শিক্ষক পদে শীঘ্রই নিয়োগ! আবেদনের খুঁটিনাটি জানুন এক ক্লিকে...
আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১ অক্টোবর, ২০২১-এ। আবেদনকারীদের মধ্যে যাদের বেছে নেওয়া হবে তাদের তালিকা প্রকাশিত হতে পারে ১৮ নভেম্বর, ২০২১-এ।
advertisement
এক নজরে আবেদন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাRRC
পদট্রেড অ্যাপ্রেন্টিস
পদের সংখ্যা২৯৪৫
যোগ্যতাদশম শ্রেণি পাশ (৫০ শতাংশ নম্বর সহ)
বয়সসীমা১৫- ২৪
আবেদন প্রক্রিয়া শুরু৪ অক্টোবর, ২০২১
আবেদনের শেষ তারিখ৩ নভেম্বর, ২০২১
আবেদনের ফি১০০ (UR ক্যাটeগরি)
বাছাই প্রার্থীর তালিকা প্রকাশ১৮ নভেম্বর, ২০২১ (সম্ভবত)
আবেদনের মাধ্যমঅনলাইন
গুরুত্বপূর্ণ ওয়েবসাইটer.indianrailways.gov.in
advertisement
দশম শ্রেণি উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বর দেখা হবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দশম শ্রেণিতে ৫০ শতাংশ নম্বর পেলেই এই পদের জন্য প্রার্থীদের যোগ্য হিসেবে গণ্য করা হবে।
advertisement
বয়সসীমা:
ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৫ বছর ও সর্বোচ্চ ২৪ বছর।
এছাড়াও অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী, আবেদনকারীদের মেডিক্যালি ফিট থাকতে হবে।
আবেদনের ফি:
আবেদনের জন্য অসংরক্ষিত ক্যাটগরির প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা করে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Railway Recruitment 2021|| সুবর্ণ সুযোগ! ভারতীয় রেলে হাজার হাজার পদে নিয়োগ, দশম শ্রেণি পাশ হলে আজই আবেদন করুন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement