#নয়াদিল্লি: ভারতীয় ডাক বিভাগ (India Post) তেলঙ্গানা সার্কলে খেলার কোটায় ৫৫টি শূন্যপদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর, ২০২১। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা তেলঙ্গানা সার্কলের অফিসিয়াল ওয়েবসাইট https://tsposts.in/sportsrecruitment/-এ গিয়ে আবেদন করতে পারবেনবলে জানিয়েছে ভারতীয় ডাক কর্তৃপক্ষ।
ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট ২০২১: শূন্যপদ
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট (Postal Assistant) ও শর্টিং অ্যাসিস্ট্যান্ট (Sorting Assistant), পোস্টম্যান (Postman) ও মেইল গার্ড (Mail Guard) এবং মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) পদগুলিতে মোট ৫৫টি শূন্যপদ রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় এই পদগুলিতেই প্রার্থী বাছাই চলবে।
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ১১টি শূন্যপদ রয়েছে।
শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৮টি শূন্যপদ রয়েছে।
পোস্টম্যান ও মেইল গার্ড পদে মোট ২৬টি শূন্যপদ রয়েছে।
মাল্টি টাস্কিং স্টাফ পদে মোট ১০টি শূন্যপদ রয়েছে।
ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট ২০২১: বয়সসীমা
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান ও মেইল গার্ড পদে আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট ২০২১: আবেদন ফি
অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন ফি জমা করা যাবে। দেশের যে কোনও অঞ্চলের প্রধান ডাকঘর থেকে জিডিএস ফি পোর্টালের মাধ্যমে ক্রেডিট করা যাবে। এর জন্য তেলঙ্গানা সার্কেলের স্পোর্টস কোটায় সরাসরি নিয়োগ ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে দিতে হবে। জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। মহিলা প্রার্থী, রূপান্তরকামী মহিলা প্রার্থী ও সকল সিডিউলড কাস্ট (Scheduled Castes) সিডিউলড ট্রাইফ (Scheduled Tribe) ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি জমা করতে হবে না বলে জানা গিয়েছে।
ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট ২০২১: নির্বাচন প্রক্রিয়া
ডাক বিভাগের এই পদগুলিতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষাগত এবং ক্রীড়ার যোগ্যতার বিচার করা হবে।
ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট ২০২১: কী ভাবে আবেদন করতে হবে?
ইন্ডিয়া পোস্টের তেলঙ্গানা সার্কেলের অফিসিয়াল ওয়েবসাইট https://tsposts.in/sportsrecruitment/-এ যেতে হবে। এর পর রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন ফি জমা করে সমস্ত বিশদ তথ্য পূরণ করতে হবে। এর পরের ধাপে কিছু প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করতে হবে। ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি হার্ড কপি সঙ্গে রেখে দিতে হবে।
আরও পড়ুন: সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বাম্পার খবর, ফের বাড়বে ডিএ, পুজোর মধ্যেই সুখবর
ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট ২০২১: বেতন
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।
পোস্টম্যান ও মেইল গার্ড পদে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।
মাল্টি টাস্কিং স্টাফ পদে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।