হোম » ছবি » দেশ » সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বাম্পার খবর, ফের বাড়বে ডিএ

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বাম্পার খবর, ফের বাড়বে ডিএ, পুজোর মধ্যেই সুখবর

  • Bangla Digital Desk

  • 14

    সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বাম্পার খবর, ফের বাড়বে ডিএ, পুজোর মধ্যেই সুখবর

    #নয়াদিল্লি: সামনেই আসছে উৎসবের মরশুম৷ কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য দারুণ এক সুখবর অপেক্ষা করছে৷ কর্মচারীদের ডিয়ারনেস অ্যালায়েন্স (DA) এবং পেনশনারদের ডিয়ারনেস রিলিফ (DR) বৃদ্ধির সম্ভবনা বাড়ছে , সৌজন্যে 7th Pay Commission৷ এই মুহূর্তে ১৭ শতাংশ থেকে ডিএ বেড়েছে ২৮ শতাংশ হয়েছে৷ এবার সেটা আরও ৩ শতাংশ বাড়তে চলেছে৷ Photo - Representative

    MORE
    GALLERIES

  • 24

    সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বাম্পার খবর, ফের বাড়বে ডিএ, পুজোর মধ্যেই সুখবর

    জুলাই ২০২১ এ ডিএ এখনও নির্ধারিত হয়নি৷ কিন্তু জানুয়ারি থেকে মে ২০২১ AICPI-পরিসংখ্যান এমনটাই বলছে ৩ শতাংশ আরও বৃদ্ধি হতে পারে৷ ফলে মহার্ঘ্য ভাতা একধাক্কায় ৩১ শতাংশ বেড়ে যাবে৷ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ি কেন্দ্র সরকার দশেরা ও দিওয়ালিতে এই ডিএ বাড়ানোর সুখবরটা দেবে৷Photo - Representative

    MORE
    GALLERIES

  • 34

    সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বাম্পার খবর, ফের বাড়বে ডিএ, পুজোর মধ্যেই সুখবর

    গত বছরের নিরিখে এখনও অবধি ১১ শতাংশ ডিএ বেড়েছে৷ সরকার জুলাইতে সেটা বাড়িয়ে ২৮ শতাংশ করে দিয়েছে৷ এবার জুন ২০২১ এ থেকে যদি আবার ৩ শতাংশ বাড়ে তাহলে সেটা (১৭+৪+৩+৪+৩) সেটা একেবারে ৩১ শতাংশে পৌঁছে যাবে৷ ফলে কোনও কর্মচারীর বেসিক যদি ৫০ হাজার টাকা হয় তাহলে সে একেবারে ১৫,৫০০ টাকা মহার্ঘ্যভাতা পাবে৷ Photo - Representative

    MORE
    GALLERIES

  • 44

    সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বাম্পার খবর, ফের বাড়বে ডিএ, পুজোর মধ্যেই সুখবর

    কর্মচারীর বেসিক যদি ৫৬,৯০০ টাকা হয় তাহলে মহার্ঘ্য ভাতা ৩১ শতাংশ বেড়ে ১৭,৬৩৯ টাকা হবে৷ আর ২৮ শতাংশ যদি বাড়ে তাহলে ১৫,৯৩২ টাকা প্রতি মাসে হত তাহলে মাস প্রতি ১৭০৭ টাকা মহার্ঘ্যভাতা বাড়বে৷ অর্থাৎ বছরে মোট ২০, ৪৮৪ টাকা হবে৷ Photo - Representative

    MORE
    GALLERIES