#নয়াদিল্লি: অনেকেই শিক্ষকতাকে নিজের পেশা হিসেবে বেছে নিতে চান। তাঁদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ CRPF-এর মন্টেসরি স্কুলে শিক্ষক পদে নিযোগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা crpf.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ ১৯ জুন বিকেল ৪টে পর্যন্ত। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মন্টেসরি স্কুলের জন্য নিয়োগ করা হবে প্রধান শিক্ষিকা (Headmistress), শিক্ষক (Teachers) ও আয়া (Ayah)।এই পদগুলিতে যোগ্যতা, শূন্যপদ এবং অন্যান্য তথ্যের বিশদ নিচে দেওয়া হল।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রিক্রুটমেন্টে শূন্যপদ
প্রধান শিক্ষিকা পদের জন্য শূন্যপদ রয়েছে ১টি।
শিক্ষক পদের জন্য শূন্যপদ রয়েছে ৪টি।
আয়া পদের জন্য শূন্যপদ রয়েছে ৪টি।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রিক্রুটমেন্টের যোগ্যতা
উপরে উল্লিখিত পদগুলিতে যে প্রার্থীরা আবেদন করতে চান তাঁদের জেনে রাখা প্রয়োজন যে প্রধান শিক্ষিকা পদে আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষক পদে আবেদনকারী প্রার্থীকে ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং আয়া পদে আবেদনকারী প্রার্থীকে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রিক্রুটমেন্টের নির্বাচন প্রক্রিয়া
যোগ্যতার ভিত্তিতে পদগুলির জন্য প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে তাঁদের শিক্ষাগত যোগ্যতার ওপর জোর দেওয়া হবে।
প্রতিটি দিক ভালো করে বিচার করে নিয়োগ করা হবে।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রিক্রুটমেন্টের বেতন
প্রধান শিক্ষিকা পদের বেতন- প্রতি মাসে ১০,০০০ টাকা
শিক্ষক পদের বেতন- প্রতি মাসে ৮,০০০ টাকা
আয়া পদের বেতন- প্রতি মাসে ৬,৫০০ টাকা
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রিক্রুটমেন্টের জন্য কী ভাবে আবেদন করতে হবে
পদগুলিতে আবেদনের জন্য, প্রার্থীর বিশদ বিবরণ সহ একটি আবেদন ফর্ম genda@crpf.gov.in এর অফিসিয়াল ইমেল আইডিতে পাঠাতে হবে। এছাড়া আরও তথ্যের জন্য CRPF-এর অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CRPF, CRPF Recruitment 2021