CRPF Head Constable Recruitment 2021: CRPF-এ নিয়োগ প্রক্রিয়া শুরু, যোগ্যতা দশম শ্রেণি পাশ
- Published by:Raima Chakraborty
Last Updated:
বিশদে জানতে CRPF-এর অফিসিয়াল ওয়েবসাইটে crpf.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন প্রার্থীরা। (CRPF Head Constable Recruitment 2021)
#কলকাতা: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (Central Reserve Police Force) তরফে সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে CRPF-এর অফিসিয়াল ওয়েবসাইটে crpf.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন প্রার্থীরা।
CRPF Head Constable Recruitment 2021: আবেদনের তারিখ | বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। CRPF-এর অফিসিয়াল ওয়েবসাইটেই crpf.gov.in প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন। |
CRPF Head Constable Recruitment 2021: শূন্যপদের সংখ্যা | কর্তৃপক্ষের তরফে মোট ৩৮টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। |
CRPF Head Constable Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা | প্রার্থীদের রাজ্য বা কেন্দ্র সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে দশম শ্রেণি (১০+২ পরীক্ষা পদ্ধতিতে) বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া প্রার্থীদের টেকনিক্যাল এডুকেশনে ২ বা ৩ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। সে ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেটকে কোনও ভাবেই দশম শ্রেণির সমান যোগ্যতা দেওয়া হবে না। |
CRPF Head Constable Recruitment 2021: বয়সসীমা | প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। |
CRPF Head Constable Recruitment 2021: নির্বাচন পদ্ধতি | প্রার্থী নির্বাচনের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষায় একটি মাত্র পেপার থাকবে। প্রশ্নপত্রের সর্বমোট মান হবে ২২৫, পেপারের দু’টি অংশ থাকবে পার্ট-১ এবং পার্ট ২। পার্ট ১-এর মান হবে ২০০ এবং পার্ট ২-এর মান হবে ২৫। |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: | সংস্থা: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) পদের নাম: হেড কনস্টেবল (মিনিস্ট্রিয়াল) শূন্যপদের সংখ্যা: ৩৮ কাজের স্থান: কিছু জানানো হয়নি কাজের ধরন: সরকারি কাজ নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি উত্তীর্ণ, টেকনিক্যাল এডুকেশনে ৩ বছরের ডিপ্লোমা বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদনের শেষ দিন: ১৫.১০.২০২১ |
CRPF Head Constable Recruitment 2021: অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য | পরীক্ষার সময় প্রত্যেক প্রার্থীকে ডকুমেন্টের আসল ও ফটোকপি এবং ৩টি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। |
advertisement
advertisement
Location :
First Published :
September 25, 2021 3:42 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CRPF Head Constable Recruitment 2021: CRPF-এ নিয়োগ প্রক্রিয়া শুরু, যোগ্যতা দশম শ্রেণি পাশ