Job Course: ইন্টারনেটের যুগে আপনি কতটা নিরাপদ? উচ্চ মাধ্যমিকের পর সাইবার সিকিউরিটি কোর্স করলে দারুণ কাজের সুযোগ, জানুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Job Course: সাইবার সিকিউরিটি নিয়ে বিষয় নিয়ে পড়াশোনা করতে গেলে আর্টস ও সায়েন্স যে কোনও ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। জানুন বিশদে...
উত্তর ২৪ পরগনা: উচ্চ মাধ্যমিকের পর সাইবার সিকিউরিটি কোর্সে কাজের সুযোগ। বর্তমান সময়ে মানুষের প্রায় সকল কাজের সঙ্গে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার ব্যবহার-সহ অনলাইনে লেনদেন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু এসবের জন্য আমাদের ডিভাইসে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য নিরাপদ!
আর এই বিষয়গুলি বর্তমান সময় অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়। ইন্টারনেটে ব্যবহৃত তথ্যগুলিকে নিরাপত্তা রাখার জন্য সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ। আর এই কোর্স হতে পারে বর্তমান সময়ে অন্যতম আয়ের সুযোগ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে, আর কয়েকদিন পরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।
আরও পড়ুন: ভাইরাল যুগ! পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যুর আগে নৌসেনা অফিসারের ‘শেষ ভিডিও’ ভাইরাল? এবার সামনে এল আসল সত্য!
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অনেক শিক্ষার্থী নিজে নিজে জায়গায় প্রতিষ্ঠিত হতে চান আবার কেউ কেউ পড়াশোনার পাশাপাশি অবসর সময়ও আয়ের পথ খুঁজে পেতে চান। তবে বর্তমান সময়ের পেশাগত বেশ কিছু কোর্সের মধ্যে অন্যতম হল সাইবার সিকিউরিটি কোর্স। সাইবার সিকিউরিটি নিয়ে বিষয় নিয়ে পড়াশোনা করতে গেলে আর্টস ও সায়েন্স যে কোনও ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার বেসিক বিষয়ে জানা থাকলে সাইবার সিকিউরিটি কোর্স করা যেতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘পহেলগাঁও ওঠার সময় আচমকাই ড্রাইভার বলল দাঁড়ান, ফোন করে আসছি’, তারপর পুরো হিন্দি সিনেমা! প্রাণে বাঁচল বীরভূমের পর্যটকরা
বিভিন্ন ওয়েবসাইট হ্যাকিং প্রতিরোধ, সরকারি ও বেসরকারি অফিসের পাশাপাশি, পাবলিক সেক্টর, শপিং মল, স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং-সহ বিভিন্ন বিষয়ে অনলাইন হ্যাকিং প্রতিরোধে এই কোর্সের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আগামীদিনেও এই কোর্সে প্রশিক্ষন প্রাপ্তদের চাহিদা বৃদ্ধি পাবে। এই বিষয়টি মাথায় রেখে, যদি শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি কোর্স করেন তাহলে তাদের ক্যারিয়ার দীর্ঘায়িত হতে পারে।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2025 3:18 PM IST