হোম /খবর /চাকরি ও শিক্ষা /
দ্বাদশ শ্রেণি পাশ হলেই মিলছে চাকরি ভাবা অ্যাটোমিক গবেষণা কেন্দ্রে !

BARC Recruitment 2021: দ্বাদশ শ্রেণি পাশ হলেই মিলছে চাকরি ভাবা অ্যাটোমিক গবেষণা কেন্দ্রে, বিস্তারিত জানুন!

File Photo

File Photo

Bhabha Atomic Research Centre Jobs: ইচ্ছুক প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে BARC-এর অফিসিয়াল ওয়েবসাইটে http://www.barc.gov.in/careers/ গিয়ে খোঁজ নিতে পারেন।

  • Share this:

#মাইসোর: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে (Bhabha Atomic Research Centre) বিভিন্ন পদে নিয়োগ চলছে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে ওই গবেষণা কেন্দ্রের তরফে ড্রাইভার, পাম্প অপারেটর, ফায়ার ম্যান এবং সাব-অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে।

ইচ্ছুক প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে BARC-এর অফিসিয়াল ওয়েবসাইটে http://www.barc.gov.in/careers/ গিয়ে খোঁজ নিতে পারেন।

BARC Recruitment 2021: আবেদনের তারিখ

প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

আরও পড়ুন- সেপ্টেম্বরে ৩৮টি নতুন রুটে ফ্লাইট পরিষেবা চালু করছে ইন্ডিগো, দেখে নিন তালিকা

BARC Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

ড্রাইভার এবং পাম্প-অপারেটর- ১৬টি পদ

পে ম্যাট্রিক্স- লেভেল ৩

এন্ট্রি পে- ২১৭০০ + অ্যালায়েন্স

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সায়েন্স স্ট্রিমে কেমিস্ট্রি নিয়ে দ্বাদশ শ্রেণিতে ৫০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও এক বছরের ড্রাইভারির অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

সাব-অফিসার: ৪টি পদ

পে ম্যাট্রিক্স- লেভেল ৬

এন্ট্রি পে- ৩৫৪০০ + অ্যালায়েন্স

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সায়েন্স স্ট্রিমে কেমিস্ট্রি নিয়ে দ্বাদশ শ্রেণিতে ৫০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ (National Fire Service College) থেকে কোর্স করা হতে হবে ও এক বছরের ড্রাইভারির অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

BARC Recruitment 2021: শারীরিক যোগ্যতা

উচ্চতা-১৬৫ সেমি.

ওজন- কমপক্ষে ৫০ কেজি.

সাধারণ ছাতি- ৮১ সেমি.

প্রসারিত ছাতি- ৮৬ সেমি.

দৃষ্টি- চশমা ছাড়া ৬/৬

আরও পড়ুন- সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনের টিকিট বুকিং করছেন? কীভাবে ‘কনফার্মড’ লোয়ার বার্থ পাওয়া সম্ভব?

BARC Recruitment 2021: বয়সসীমা

জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১৮ থেকে ২৭ বছর, বিসি ক্যাটাগরির প্রার্থীদের সর্বোচ্চ ৩০ বছর এবং এসসি/ এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর বয়সসীমা ধার্য করা হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার

পদের নাম: ড্রাইভার-পাম্প অপারেটর-ফায়ার ম্যান-সাব-অফিসার

শূন্যপদের সংখ্যা: ২০

কাজের স্থান: কিছু জানানো হয়নি

কাজের ধরন: কিছু জানানো হয়নি

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল টেস্ট

আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ: কিছু জানানো হয়নি

শিক্ষাগত যোগ্যতা: কেমিস্ট্রি নিয়ে দ্বাদশ শ্রেণিতে ৫০% নম্বর, ১ বছরের ড্রাইভারির অভিজ্ঞতা

বেতনক্রম: সাব-অফিসার- ৩৫৪০০ + অ্যালায়েন্স/ ড্রাইভার-পাম্প-অপারেটর-ফায়ার ম্যান- ২১৭০০ + অ্যালায়েন্স

আবেদন পদ্ধতি: অনলাইনে/ অফলাইন

আবেদনের শেষ দিন: ১৫.১০.২০২১

BARC Recruitment 2021: আবেদন পদ্ধতি

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট http://www.barc.gov.in/careers/ থেকে আবেদনের ফর্ম ডাউনলোড করে সেটি সমস্ত তথ্য সহযোগে পূরণ করতে হবে এবং এই ঠিকানায় পাঠাতে হবে- “Administrative Officer-III, Bhabha Atomic Research Centre, PB No.-1, Yelwal, Mysore – 571130”!

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Recruitment