IndiGo: সেপ্টেম্বরে ৩৮টি নতুন রুটে ফ্লাইট পরিষেবা চালু করছে ইন্ডিগো, দেখে নিন তালিকা

Last Updated:

IndiGo adds 38 new flights in September: রায়পুর-পুণে, লখনউ-রাঁচি, বেঙ্গালুরু-বিশাখাপত্তনম, চেন্নাই-ইনদওর, লখনউ-রায়পুর, মুম্বই-গুয়াহাটি, আহমেদাবাদ-ইনদওরের মতো রুটে বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো ৷

কলকাতা: দেশে করোনার প্রভাব কিছুটা কমার পর থেকেই পুনরায় গতি ফিরে পেয়েছে ডোমেস্টিক বিমান পরিষেবা ৷ আন্তর্জাতিক রুটে এখন ভারতে সীমিত ফ্লাইট চললেও গত এক মাস ধরেই ডোমেস্টিক রুটে বিমান এবং যাত্রী সংখ্যা সবই দারুণভাবে বৃদ্ধি পেয়েছে ৷ দেশের লো কস্ট বিমানসংস্থাগুলির মধ্যে শীর্ষে থাকা ইন্ডিগো (IndiGo) নিজেদের নেটওয়ার্ক এখন আরও শক্তিশালী করছে ৷ চলতি মাসেই (সেপ্টেম্বর) দেশের মধ্যে ৩৮টি নতুন ফ্লাইট চালুর কথা ঘোষণা করেছে সংস্থা ৷ যা ভারতে টিয়ার-২ (Tier-2) এবং টিয়ার-৩ (Tier-3)-এর মতো ছোট শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও বাড়াতে সাহায্য করবে বলেই মনে করছে সংস্থা ৷
যে সমস্ত রুটে বিমান চালু হল ইন্ডিগোর, নিচে দেওয়া হল তালিকা
advertisement
advertisement
রায়পুর-পুণে, লখনউ-রাঁচি, বেঙ্গালুরু-বিশাখাপত্তনম, চেন্নাই-ইনদওর, লখনউ-রায়পুর, মুম্বই-গুয়াহাটি, আহমেদাবাদ-ইনদওরের মতো বিভিন্ন রুটে বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো ৷
সংস্থার চিফ স্ট্র্যাটেজি এবং রেভেনিউ অফিসার সঞ্জয় কুমার জানান, ‘‘ আমাদের ডোমেস্টিক নেটওয়ার্কে ৩৮টা নতুন ফ্লাইট যোগ করতে পেরে আমরা খুশি ৷ যেভাবে বিভিন্ন রুটে ট্রাভেলের চাহিদা বাড়ছে ৷ তাতে এই ফ্লাইটগুলি দেশের মধ্যে কানেক্টিভিটি বাড়াতে সাহায্য করবে ৷ অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দেশের বিমান সেক্টরের আগামী ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা করেছেন ৷ বিমানবন্দর এবং হেলিপোর্টগুলির উন্নতিতেই এটি সাহায্য করবে ৷
advertisement
সঞ্জয় কুমার আরও জানান, ‘‘দেশের পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ সবদিকেই বিমান যোগাযোগ ব্যবস্থা বাড়ানোয় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেই তা লাভজনক হবে ৷ আমরা এইভাবেই নতুন নতুন রুটে আগামী দিনেও পরিষেবা দেব ৷ যেমন যেমন ট্রাভেলের চাহিদা থাকবে, ঠিক সেভাবেই ৷ দেশের মধ্যে অন-টাইম বিমান পরিষেবা , তাও সাধ্যের মধ্যে দামে- এই কাজে সংস্থা (6E network) বদ্ধপরিকর ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IndiGo: সেপ্টেম্বরে ৩৮টি নতুন রুটে ফ্লাইট পরিষেবা চালু করছে ইন্ডিগো, দেখে নিন তালিকা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement