#এলাহাবাদ: চুক্তির ভিত্তিতে ল' ক্লার্ক, ট্রেইনি পোস্টের জন্য নিয়োগ করবে এলাহাবাদ হাই কোর্ট Allahabad HC Recruitment 2021। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।
কর্তৃপক্ষের তরফে একটি নোটিফিকেশন প্রকাশ করে জানানো হয়েছে, এক বছরের চুক্তিতে এই এই ল' ক্লার্ক ট্রেইনি পদে নিয়োগ করবে তারা। বেতন প্রতিমাসে ১৫,০০০ টাকা। মোট ৯৪টি শূন্যপদে নিয়োগ হবে। বিশদ তথ্যের জন্য এলাহাবাদ হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট allahabadhighcourt.in দেখে নেওয়া যেতে পারে।
এলাহাবাদ হাই কোর্টে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ-
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৮ অগস্ট, ২০২১।
এলাহাবাদ হাই কোর্টে নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা -
১) ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, কম্পিউটার জানা প্রার্থীরা আবেদন করতে পারে।
২) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা কোনও ল' কলেজ থেকে ৩ বছর বা ৫ বছরের প্রফেশনাল ডিগ্রি থাকলে আবেদন করা যেতে পারে।
এলাহাবাদ হাই কোর্টে নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা-
এই ৯৪টি পদে কমপক্ষে ২১ বছর ও সর্বোচ্চ ২৬ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারে।
এলাহাবাদ হাইকোর্টে নিয়োগে শূন্যপদে আবেদনের প্রক্রিয়া-
১) ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্রটি এলাহাবাদ হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
২) এলাহাবাদ হাইকোর্টের কাউন্টারেও আবেদন পত্রটি পাওয়া যাবে। সেখান থেকে কিনে নেওয়া যেতে পারে।
৩) ফর্মের জন্য ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে।
৪) Allahabad HC-র ফেভারে ব্যাঙ্ক ড্রাফ্ট করে ফি জমা দিতে হবে।
এক্ষেত্রে স্পিড পোস্ট বা কুরিয়ার করে আবেদন পত্রটি পাঠানোর সময় প্রার্থীদের মার্কশিট এবং প্রয়োজনীয় নথির স্বপ্রত্যয়িত নকল খামে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে খামে আবেদন পত্র ও নথিগুলি দেওয়ার আগে কী কী নথি লাগবে তা দেখে নেওয়া ভালো।
এলাহাবাদ হাইকোর্টে নিয়োগের প্রক্রিয় -
যারা এই ৯৪টি পদের জন্য আবেদন করবে, তাদের বেছে নেওয়া হবে একটি ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউটি এলাহাবাদে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, স্ক্রিনিং প্রসিডিউর শেষ হওয়ার পরই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে পাস করলে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এক্ষেত্রে এক বছরের মধ্যে চুক্তি শেষ করার সম্পূর্ণ স্বাধীনতা কর্তৃপক্ষের থাকবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: High Court, Job, Vacancy