APSC Recruitment 2021: ১৫ ইনস্যুরেন্স মেডিক্যাল অফিসার নিয়োগ, জানুন বিশদে!

Last Updated:

APSC Recruitment 2021: কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাছাইয়ের প্রক্রিয়া ঠিক কী হবে, তা পরে জানানো হবে।

#গুয়াহাটি: ১৫টি ইনস্যুরেন্স মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করতে চলেছে অসম পাবলিক সার্ভিস কমিশন (APSC Recruitment 2021)। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি মাসের ২৪ তারিখ থেকে। আবেদন পত্র পাওয়া যাবে APSC-র অফিসিয়াল ওয়েবসাইটে।
APSC-তে ইনস্যুরেন্স মেডিক্যাল অফিসার নিয়োগে শূন্যপদের বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, APSC-তে মোট ১৫টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে-
advertisement
১. ওপেন ক্যাটাগরির জন্য রয়েছে ১টি শূন্য়পদ
২. OBC/NOBC-র জন্য রয়েছে ৫টি শূন্যপদ। এর মধ্যে RFW-র জন্য রয়েছে ১টি শূন্যপদ
৩. SC ক্যাটাগরির জন্য রয়েছে ১টি শূন্যপদ
advertisement
৪. STP ক্যাটাগরির জন্য রয়েছে ২টি শূন্যপদ
৫. STM ক্যাটাগরিতে রয়েছে ১টি শূন্যপদ
৬. EWS ক্যাটাগরিতে রয়েছে ৫টি শূন্যপদ- যার মধ্যে ১টি রয়েছে RFW-তে
APSC-তে ইনস্যুরেন্স মেডিক্যাল অফিসার নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে শুক্রবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর, ২০২১ থেকে। আবেদন করা যাবে ২৪ অক্টোবর, ২০২১ পর্যন্ত।
APSC-তে ইনস্যুরেন্স মেডিক্যাল অফিসার নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা
ইনস্যুরেন্স মেডিক্যাল অফিসার পদে আবেদনের (APSC Recruitment 2021) জন্য প্রার্থীকে MBBS করা হতে হবে এবং অসম মেডিক্যাল কাউন্সিল, ১৯৬০-এ রেজিস্ট্রেশন করা থাকতে হবে।
advertisement
APSC-তে ইনস্যুরেন্স মেডিক্যাল অফিসার নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা
ইচ্ছুক প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৮ হতে হবে জানুয়ারি ১, ২০২১ পর্যন্ত। বয়স ম্যাট্রিকুলেশন বা HSLC-র অ্যাডমিট কার্ড অনুযায়ী হিসাব করা হবে।
APSC-তে ইনস্যুরেন্স মেডিক্যাল অফিসার নিয়োগে শূন্যপদে নিয়োগের প্রত্রিয়া
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাছাইয়ের প্রক্রিয়া ঠিক কী হবে, তা পরে জানানো হবে। (APSC Recruitment 2021) পদ, পরিষেবা-সহ বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে প্রক্রিয়া নির্ধারণ করা হবে।
advertisement
APSC-তে ইনস্যুরেন্স মেডিক্যাল অফিসার পদে বেতন কাঠামো
৩০ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত পে স্কেল রয়েছে। গ্রেড পে ১২৭০০।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা- অসম পাবলিক সার্ভিস কমিশন
পদ - ইনস্যুরেন্স মেডিক্যাল অফিসার
পদের সংখ্যা - ১৫
আবেদন শুরু - ২৪ সেপ্টেম্বর, ২০২১
আবেদনের শেষ তারিখ - ২৪ অক্টোবর, ২০২১
advertisement
আবেদনের মাধ্যম - অনলাইন
আবেদন করা যাবে - APSC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে
বয়সসীমা - ২১ থেকে ৩৮
যোগ্যতা - MBBS ডিগ্রি থাকতে হবে এবং অসম মেডিক্যাল কাউন্সিল, ১৯৬০-এ রেজিস্ট্রেশন করা থাকতে হবে
বেতন কাঠামো - ৩০ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত পে স্কেল রয়েছে; গ্রেড পে ১২৭০০
advertisement
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
APSC Recruitment 2021: ১৫ ইনস্যুরেন্স মেডিক্যাল অফিসার নিয়োগ, জানুন বিশদে!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement