Government Job recruitment: ক্লাস টেন পাস! ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সে প্রচুর চাকরির সুযোগ
- Published by:Debalina Datta
Last Updated:
Job Vacancy: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ইচ্ছুক প্রার্থীরা আগামী ১ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। Indian Air Force, Indian Navy Recruitment 2021 নিয়ে জানুন বিস্তারিত৷
#নয়াদিল্লি: একগুচ্ছ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান নেভি (Indian Navy) এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স (Indian Air Force)। যে সকল তরুণ প্রার্থীরা সরকারি চাকরি (Government Job recruitment) হিসেবে ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সের অধীনে কাজ করতে আগ্রহী তাঁরা আবেদন করতে পারেন।
Indian Navy Recruitment 2021: অ্যাপ্রেন্টিস পদ সংক্রান্ত বিশেষ ঘোষণা
আবেদনের তারিখ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ইচ্ছুক প্রার্থীরা আগামী ১ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
advertisement
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ৫০% নম্বর সহ দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আইটিআইতে ৬৫% নম্বর সহ ডিগ্রি থাকা চাই।
শূন্যপদ: প্রতিষ্ঠানের তরফে মোট ২৩০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন - আটোঁসাঁটো পোশাকে সাদা মাখন ত্বক, Sara Tendulkar-এ মজে Bollywood, তিনি কোন ক্রিকেটারের ছবি করলেন শেয়ার
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্ডিয়ান নেভি (Indian Navy) এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স (Indian Air Force)
পদের নাম: অ্যাপ্রেন্টিস, ট্রেডস ম্যান, অফিসার, মাল্টি টাস্কিং স্টাফ
advertisement
শূন্যপদের সংখ্যা: অ্যাপ্রেন্টিস ২৩০, ট্রেডস ম্যান ৩০০, মাল্টি টাস্কিং স্টাফ ১৭৪
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: সরকারি কাজ
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: অ্যাপ্রেন্টিস দশম শ্রেণ উত্তীর্ণ, আইটিআই ডিগ্রি, ট্রেডস ম্যান দশম শ্রেণি উত্তীর্ণ
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন এবং অফলাইন
advertisement
আবেদনের শেষ দিন: অ্যাপ্রেন্টিস ০১.১০.২০২১/ অফিসার ০২.১০.২০২১
আরও পড়ুন - LaLiga: Barcelona vs Granada: Lionel Messi অভাবে বর্ণহীন বার্সেলোনা, হটসিটে বদলের ভাবনা ন্যু ক্যাম্পে
Indian Navy Recruitment 2021: ট্রেডসম্যান পদ সংক্রান্ত বিশেষ ঘোষণা
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
advertisement
শূন্যপদ: প্রতিষ্ঠানের তরফে মোট ৩০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ: প্রার্থীদের মেকানিস্ট, প্লাম্বার, পেইন্টার, টেইলর, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
Indian Navy Recruitment 2021: অফিসার পদ সংক্রান্ত বিশেষ ঘোষণা
প্রার্থীদের একজিকিউটিভ, টেকনিক্যাল, এবং এডুকেশন ব্রাঞ্চে শর্ট সার্ভিস কমিশন অফিসার হিসেবে নিয়োগ করা হবে।
advertisement
আবেদনের তারিখ: উল্লিখিত পদের জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে joinindiannavy.gov.in গিয়ে আবেদন করতে পারেন।
Indian Air Force Recruitment 2021:
আবেদনের তারিখ: ইচ্ছুক প্রার্থীরা তাদের নিকটবর্তী এয়ার ফোর্স ষ্টেশনে গিয়ে অফলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ দিন ২ অক্টোবর, ২০২১।
advertisement
শূন্যপদ: প্রতিষ্ঠানের তরফে মোট ১৭৪টি শূন্যপদ রয়েছে বলে জানানও হয়েছে।
শূন্যপদের বিবরণ: প্রার্থীদের মাল্টি টাস্কিং স্টাফ, কুক, এলডিসি, স্টোর কিপার, পেইন্টার, সুপারিন্টেনডেন্ট ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
Location :
First Published :
September 21, 2021 1:24 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Government Job recruitment: ক্লাস টেন পাস! ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সে প্রচুর চাকরির সুযোগ