Assam TET Registrations2021: সর্বশিক্ষা অভিযান মিশনের জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু, কীভাবে আবেদন করবেন!

Last Updated:

এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে ssa.assam.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

#গুয়াহাটি: শিক্ষকতার পেশায় আসতে চাইলে সূবর্ণ সুযোগ। সম্প্রতি অসম রাজ্যের অন্তর্গত সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য টিচার্স এলিজিবিলিটি টেস্টের (Teachers Eligibility Test) আয়োজন করা হয়েছে। যে সকল প্রার্থীরা শিক্ষকতার পেশায় আসতে উৎসাহী তাঁরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে ssa.assam.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
অসম শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন চলছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত শুক্রবার ১৬ সেপ্টেম্বর থেকে। প্রার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
advertisement
advertisement
এক নজরে পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
দফতর: অসম সর্বশিক্ষা অভিযান মিশন
পরীক্ষার নাম: টিচার্স এলিজিবিলিটি টেস্টে
শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি
স্থান: অসম
কাজের ধরন: শিক্ষামূলক
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: ১৬.০৯.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২৫.০৯.২০২১
advertisement
Assam TET Registrations 2021: পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
আসাম শিক্ষা দপ্তরের অধীনস্থ টিচার্স এলিজিবিলিটি টেস্টের দ্বায়িত্বে রয়েছে অসম সর্বশিক্ষা অভিযান মিশন (Axom Sarba Siksha Abhiyan Mission)। সর্বশিক্ষা মিশনের তরফে রাজ্যের বিদ্যালয়গুলিতে প্রাথমিক স্তরে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাব্যবস্থা, শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে, শিক্ষক-শিক্ষিকাদের গুণগত উৎকর্ষতা নির্বাচনে এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও জোরদার করতে এই পরীক্ষা নেওয়া হয়।
advertisement
Assam TET Registrations 2021: পরীক্ষার তারিখ
বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর, ২০২১ তারিখে টিচার্স এলিজিবিলিটি টেস্টের দিন ধার্য করা হয়েছে। সে ক্ষেত্রে প্রার্থীদের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে ১০ অক্টোবর, ২০২১ থেকে। এলিজিবিলিটি টেস্টের সম্পূর্ণ পেপারে মূলত দু’টি ভাগ থাকে, পেপার-১ এবং পেপার-২।
Assam TET Registrations 2021: কী ভাবে আবেদন করতে হবে?
advertisement
স্টেপ-১ প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে assam.gov.in গিয়ে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
স্টেপ-২ এরপর প্রার্থীদের নিজের নাম, বাবার নাম, মোবাইল নম্বর, মেইল আইডি সহযোগে রেজিস্ট্রেশন করাতে হবে।
স্টেপ- ৩ রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ-ইন করে সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে।
স্টেপ- ৪ আবেদন ফি সহ আবেদনপত্রটি জমা করতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Assam TET Registrations2021: সর্বশিক্ষা অভিযান মিশনের জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু, কীভাবে আবেদন করবেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement