Microsoft: লাখ লাখ তরুণের স্বপ্ন সফল করবে Microsoft, সম্পূর্ণ নিখরচায় শুরু ইন্টার্নশিপ প্রোগ্রাম! দ্রুত আবেদন করুন...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Microsoft ইন্টার্নশিপের মূল উদ্দেশ্যই থাকবে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের বিশেষ চাহিদা যুক্ত কাজের জন্য তৈরি করে তোলা।
এক নজরে ইন্টার্নশিপ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: Microsoft
advertisement
পদের নাম: ইন্টার্নশিপ
শূন্যপদের সংখ্যা: ১.৫ লক্ষ
স্থান: ইন্ডিয়া
কাজের ধরন: সরকারি ট্রেনিং
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: ১৫.০৯.২০২১
শিক্ষাগত যোগ্যতা: বিশেষ ভাবে কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি
এছাড়াও Microsoft বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন, ডেটা সায়েন্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবারসিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং ইত্যাদিতে প্রয়োজন অনুসারে লার্নিং মডিউলস প্রদান করবে। এর পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মে ইন্টার্নশিপের শেষে সার্টিফিকেট দেওয়া হবে। ন্যাশনাল এডুকেশন পলিসি (National Education Policy) অনুযায়ী ইন্টার্নশিপ প্রোগ্রামের কারিকুলাম তৈরি করবে AICTE।
advertisement
সম্পূর্ণ ইন্টার্নশিপ প্রোগ্রাম জুড়ে NASSCOM বিভিন্ন ন্যাশনাল স্যান্ডার্ড অনুযায়ী প্রয়োজনীয় কোর্স প্রদান এবং EY মেন্টারশিপ ও টেকনোলজি প্রদান করবে। অন্য দিকে, GitHub ট্রেনিদের বিভিন্ন ডেভেলপার টুলস এবং Quess Corp ভার্চুয়াল কেরিয়ার ফেয়ার ও নিজেদের লার্নার এক্সপেরিয়েন্স শেয়ার করবে।
advertisement
Microsoft ইন্টার্নশিপের মূল উদ্দেশ্যই থাকবে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের বিশেষ চাহিদা যুক্ত কাজের জন্য তৈরি করে তোলা। বিশেষ করে দক্ষতামূলক কাজ যেমন ডেটা এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, সাইবারসিকিউরিটি ইত্যাদিতে। AICTE-র চিফ কোঅর্ডিনেটিং অফিসার বুদ্ধ চন্দ্রশেখরের (Buddha Chandrashekhar) মতে, আমাদের দেশের তরুণ প্রজন্মকে আরও বেশি করে টেকনোলজি সংক্রান্ত সেক্টরে নিয়ে আসার জন্য এই প্রোগ্রাম বিশেষ ফলদায়ক হবে। Microsoft-এর মতো অভিজ্ঞতা সম্পন্ন এবং জনপ্রিয় প্রতিষ্ঠানের সহযোগিতায় এই চেষ্টা সফল হবে বলে তিনি মনে করেন।
Location :
First Published :
September 21, 2021 4:36 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Microsoft: লাখ লাখ তরুণের স্বপ্ন সফল করবে Microsoft, সম্পূর্ণ নিখরচায় শুরু ইন্টার্নশিপ প্রোগ্রাম! দ্রুত আবেদন করুন...