JEE Advance 2023 Result: রাজ্য জয়েন্টে প্রথম, দেশে ৩৯! বম্বে IIT-তে পড়তে যাচ্ছেন বাংলার সাগ্নিক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
JEE Advance 2023 Result: শুধুমাত্র ভারতবর্ষেই নয় গোটা পৃথিবীর মধ্যে অন্যতম কঠিন একটি পরীক্ষা এই জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশ অ্যাডভান্স l তাতে তাক লাগানো ফল বাঁকুড়ার সাগ্নিকের।
বাঁকুড়া: বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সাগ্নিক নন্দী ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে অষ্টম স্থান অধিকার করেছিলেন। গোটা রাজ্যের মধ্যে তবুও সেই দুর্দান্ত সফলতায় সন্তুষ্ট হননি তিনি। কারণ তাঁর মূল লক্ষ্য ছিল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাডভান্স। শুধুমাত্র ভারতবর্ষেই নয় গোটা পৃথিবীর মধ্যে অন্যতম কঠিন একটি পরীক্ষা এই সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা।
২০২৩ সালের অ্যাডভান্সের রেজাল্ট আউট হতেই দেখা গেল বাঁকুড়ার সাগ্নিক নন্দী গোটা রাজ্যের মধ্যে প্রথম এবং গোটা দেশের মধ্যে ৩৯ তম স্থান অধিকার করেছেন। অবশেষে সন্তুষ্ট বাঁকুড়ার গর্ব সাগ্নিক। নিজের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান বম্বে আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করতে চায় সাগ্নিক নন্দী।
advertisement
আরও পড়ুন: মেধাবীদের জন্য ভগবত গীতা স্কলারশিপ, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশরা জানুন
নিয়মানুবর্তিতা, অধ্যাবসায় এবং ধারাবাহিকতার সঙ্গে পড়াশোনা করে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে মূল বাধা হয় ডিস্ট্রাকশন। মুঠোফোন, ইন্টারনেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর জগতে কীভাবে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে সেটাই জানালেন সাগ্নিক। তাঁর মতে, কোন কোন জিনিস পড়াশোনা থেকে বিচ্যুত করতে পারে সেগুলোকে সঠিক ভাবে চিহ্নিত করতে হবে। তারপর সেই বিষয়গুলিকে যতটা না করলেই নয় ঠিক সেই সময়টুকুই দিতে হবে এবং বাকি সময়টা পড়াশোনার জন্য রাখতে হবে।
advertisement
আরও পড়ুন: ডাক্তারির প্রবেশিকায় ৭২০-তে ৭০৫! সর্বভারতীয় পরীক্ষায় স্থান কত বাংলার ছেলের? গোটা দেশ গর্বিত
ভাল ফল করা সাগ্নিকের একটি অভ্যাস। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা করে পড়াশোনা করতেন সাগ্নিক। দুই থেকে তিন ঘন্টা পড়াশোনা করার পর ছোট্ট একটা সময় নিজের জন্য রাখা থাকত। এই ভাবে একটি রুটিন মেনে প্রস্তুতি নিয়েছিলেন সাগ্নিক নন্দী। তিনি জানাযন, “অ্যাডভান্সে ভাল ফল করতে গেলে যখনই কোনও বিষয় বুঝতে অসুবিধা হবে, সেই সমস্যাগুলি যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে। প্রত্যেকটি বিষয়ে এমন কয়েকজন শিক্ষককে বাছাই করতে হবে যাঁরা বন্ধুর মতো করে কনসেপ্ট ক্লিয়ার করে দেবেন।”
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 5:23 PM IST