NEET Result 2023: ডাক্তারির প্রবেশিকায় ৭২০-তে ৭০৫! সর্বভারতীয় পরীক্ষায় স্থান কত বাংলার ছেলের? গোটা দেশ গর্বিত

Last Updated:

NEET Result 2023: প্রত্যন্ত গ্রাম থেকে চিকিৎসক প্রবেশিকা পরীক্ষায় নজরকাড়া সাফল্য এই জেলার মহম্মদ রেজাউল্লাহের।

+
মেধাবীকে

মেধাবীকে নিয়ে উচ্ছ্বাস

বীরভূম: প্রত্যন্ত গ্রাম থেকে চিকিৎসক প্রবেশিকা পরীক্ষা NEET-এ নজরকাড়া সাফল্য পেয়েছেন মহম্মদ রেজাউল্লাহ। সর্বভারতীয় স্তরে সাধারণ শ্রেণীতে ১৩৪ নম্বরে স্থান করে নিয়েছেন বীরভূমের এক অখ্যাত গ্রামের পড়ুয়া। সেই নিয়েই চর্চা শুরু হয়েছে জেলাজুড়ে।
সিউড়ি থানার ছোট আলুন্দা গ্রামের বাসিন্দা মহম্মদ রেজাউল্লাহ। স্থানীয় ইটাগরিয়া উচ্চ বিদ্যালয় স্কুলে পড়াশোনা করতেন। তাঁর এই নজরকাড়া ফলাফলে গর্বিত সকলেই। এই চিকিৎসক প্রবেশিকা পরীক্ষায় মোট ৭২০ নম্বরের মধ্যে ৭০৫ পেয়েছেন রেজাউল্লাহ। এছাড়াও সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭০ নম্বর পেয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: মেধাবীদের জন্য ভগবত গীতা স্কলারশিপ, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশরা জানুন
রেজাউল্লাহ জানান,  স্কুলের শিক্ষকরা তাঁকে সব সময় প্রয়োজন মতো সহায়তা করেছেন। বাবা মহম্মদ হাবিবুল্লাহ জেলাশাসক দফতরের কর্মচারী। মা রাবেয়া খাতুন গৃহবধূ এবং দাদা মহম্মদ রিয়াসাতুল্লাহ পদার্থবিদায় স্নাতক করেছেন। স্কুলের শিক্ষকরা জানান, বরাবরের মেধাবী রেজাউল্লাহ। ক্লাস সিক্সে যখন পড়াশোনা করতেন, তখনই তিনি উচ্চ মাধ্যমিকের অঙ্ক করে দিতে পারতেন।
advertisement
আরও পড়ুন: হুড়মুড়িয়ে ওজন কমবে! স্টার ফল খেয়ে স্টারদের মতো ফিগার পেতে পারেন, জানুন
স্কুলের শিক্ষকরা তাঁর এই সাফল্যে মোটেই অবাক নন। কারণ তাঁরা জানতেন তাঁদের ছাত্র অবশ্যই সাফল্যের শীর্ষে থাকবে। রেজাউল্লা বলেন, “একাদশ শ্রেণী থেকে দু-বছর এই চিকিৎসক প্রবেশিকা পরীক্ষার জন্য একটি অনলাইন কোচিং করেছিলাম। আর বাকিটা নিজে এবং স্কুলের শিক্ষকদের কাছ থেকেই পেয়েছি। যারা ভবিষ্যতে ভাল কিছু করতে চান সে সমস্ত পড়ুয়াদের বলব কঠোর পরিশ্রম এবং নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখে ইন্টারনেটকে সঠিক ভাবে ব্যবহার করে সাফল্যে পৌঁছনো যাবে।”
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET Result 2023: ডাক্তারির প্রবেশিকায় ৭২০-তে ৭০৫! সর্বভারতীয় পরীক্ষায় স্থান কত বাংলার ছেলের? গোটা দেশ গর্বিত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement