Jadavpur: ' ওরা ভয় পেয়েছে, তাই এই হামলা' যাদবপুরকাণ্ডে দাবি ওয়েবকুপা-র
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
কলকাতা: শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ ‘ওপেন এয়ার থিয়েটার’ (ওএটি)-এ ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অধ্যাপক এবং শিক্ষক প্রতিনিধিরা এসেছিলেন সম্মেলনে। সংগঠনের দাবি, প্রায় সাড়ে তিন-চার হাজার প্রতিনিধি ছিলেন সেখানে। ওয়েবকুপা-র বার্ষিক সম্মেলন ঘিরে শনিবার দফায় দফায় উত্তেজনা তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে চত্বরে। ওয়েবকুপার সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির উপরেও হামলা চালানোর অভিযোগ ওঠে পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে।
সাংবাদিক সম্মেলনে ওয়েবকুপা-র দাবি, ”ওরা ভয় পেয়েছে তাই এই হামলা। যেসব ছাত্রছাত্রীরা এই ধরণের ঘটনা ঘটিয়েছে,তারা প্রকৃতিস্থ ছিল না। কোনও বাম, অতি বাম,নকশাল সংগঠনের বিরুদ্ধে একটা কথাও বলা হয় নি সম্মেলন থেকে।আগামিদিনে আমরা যাদবপুরে ঢুকব। কেউ আটকাতে পারবে না। যে সব ছাত্র এই ঘটনা ঘটিয়েছে, তাদের সংশোধনের সুযোগ দেওয়া হোক। তাদের বিচার করা হোক। আমরা যতটা না শারীরিকভাবে বিধ্বস্ত,তার থেকে বেশি মানসিকভাবে বিধ্বস্ত।”
advertisement
সাংবাদিক সম্মেলনে ওয়েবকুপা-র অধ্যাপকরা আরও বলেন, ”পয়লা মার্চ নানা কুরুচিকর মন্তব্য হচ্ছিল। আমরা অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে হ্যান্ডেল করি। আমায় মারধর করে। ওপেন এয়ার থিয়েটারে ব্যানার ছিঁড়ে বাঁশের খুঁটিকে বল্লমের মতো ব্যবহার করে অধ্যাপকদের দিকে ছুঁড়ে মারে। অশালীন মন্তব্য করতে শুরু করে। এসএফআই এর ছেলেরা ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে আবেদন জানান। এরপর অন্য একটি ছাত্র সংগঠন তাঁর সঙ্গে আলোচনা করতে চায়। ৪ জনের অনুমতি দিলেও তারা আরো অনেকে আসতে চান। বেলা ২টো থেকে ৪ টে পর্যন্ত অধ্যাপকদের উপর হামলা চলেছে।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2025 8:07 PM IST