মাত্র ৫ সপ্তাহের কোর্স! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সস্তায় শিখলেই দুর্দান্ত কাজের সুযোগ! এখনই জানুন

Last Updated:

যাদবপুর বিশ্ববিদ্যালয় গ্রীষ্মে দুর্দান্ত এই কোর্স ঘোষণা করেছে। শিখলেই চাকরি। জানুন বিশদে!

এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে মোট ছ’সপ্তাহ। শুরু হবে ৩০ জুন থেকে (Photo: AI generated)
এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে মোট ছ’সপ্তাহ। শুরু হবে ৩০ জুন থেকে (Photo: AI generated)
কলকাতা: এই গ্রীষ্মে উচ্চপ্রযুক্তি প্রশিক্ষণের এক দুর্দান্ত সুযোগ এনে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীন আইসি ডিজ়াইন অ্যান্ড ফ্যাব্রিকেশন সেন্টার আয়োজিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। কোর্সের নাম— ‘Microelectronics Technology and VLSI Design’।
কোর্সের সময়সীমা ও বিষয়বস্তু:
এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে মোট ছ’সপ্তাহ। শুরু হবে ৩০ জুন থেকে এবং প্রতিদিন (সোম থেকে শনিবার) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস চলবে।
advertisement
advertisement
প্রশিক্ষণ চলাকালীন পড়ুয়াদের শেখানো হবে—
Fabrication and Characterization of Semiconductor Devices
FPGA-based Prototyping of Digital Circuits
Nano Sensors
VLSI Verification Process
EDA Tool Handling for VLSI
Analog MOS Circuits
Nanomaterials & Graphene
এর পাশাপাশি থাকবে ল্যাবরেটরি হ্যান্ডলিং-এর হাতে-কলমে প্রশিক্ষণ।
যোগ্যতা:
এই কোর্সে আবেদন করতে পারবেন—
BE/B.Tech দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, যাঁরা পড়ছেন Electronics and Communication Engineering, Instrumentation and Electronics, Electrical Engineering, Computer Science, বা Information Technology-এ।
advertisement
অথবা যাঁদের কাছে M.Sc in Electronics Science ডিগ্রি রয়েছে।
ফি ও আবেদন প্রক্রিয়া:
* কোর্স ফি: ₹৯,০০০ + ১৮% GST
* ভর্তি হবে First Come, First Served ভিত্তিতে।
* বিস্তারিত তথ্য ও আবেদন করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। হোমপেজেই পাওয়া যাবে বিজ্ঞপ্তি এবং আবেদনপত্র।
এই প্রশিক্ষণ কোর্স ছাত্রছাত্রীদের মাইক্রোইলেকট্রনিক্স ও ভিএলএসআই-এর প্রাথমিক ধারণা থেকে শুরু করে আধুনিক ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড টেকনোলজি পর্যন্ত পরিসরে দক্ষতা অর্জনের সুযোগ করে দেবে। যারা সেমিকন্ডাক্টর, সেন্সরস বা ডিজিটাল সিস্টেম ডিজাইনে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
advertisement
এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে মোট ছ’সপ্তাহ। শুরু হবে ৩০ জুন থেকে
এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে মোট ছ’সপ্তাহ। শুরু হবে ৩০ জুন থেকে
বাংলা খবর/ খবর/শিক্ষা/
মাত্র ৫ সপ্তাহের কোর্স! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সস্তায় শিখলেই দুর্দান্ত কাজের সুযোগ! এখনই জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement