চলন্ত ট্রেন আচমকা থেমে গেল! বিকট শব্দ...দাঁত বের করে হাসলেন এক যাত্রী! RPF আসতেই যা জানা গেল!
- Published by:Tias Banerjee
Last Updated:
চলন্ত ট্রেন আচমকা থেমে গেল। রাত নয়, দুপুরবেলা। স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বিকট শব্দে পড়ল ব্রেক—যাত্রীরা চমকে উঠল। কে টানল চেন? কেন?
advertisement
advertisement
advertisement
advertisement
অকারণে ট্রেনের অ্যালার্ম চেন টানার অপরাধে ৮২১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলওয়ে এইসব অভিযুক্তদের থেকে ৩৯,৩৩০ টাকা জরিমানাও আদায় করেছে। যাত্রী পরিষেবার উন্নয়নে আগ্রা ডিভিশন নিয়মিত কাজ করছে। সেই পরিকাঠামোর অংশ হিসেবে কমার্শিয়াল বিভাগ ও রেল সুরক্ষা বাহিনী (RPF) একত্রে এই বিশেষ অভিযান চালায়।
advertisement
এই অভিযানে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে ২৭১ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ২৬ জন, মথুরা জংশনে ৪৩৮ জন এবং ধোলপুর স্টেশনে ২৫ জনকে চেন টানার জন্য ধরে জরিমানা করা হয়। রেল জানিয়েছে, যথাযথ কারণ ছাড়া চেন টানা শাস্তিযোগ্য অপরাধ। এতে শুধু ট্রেনই নয়, অন্যান্য যাত্রীরাও সমস্যায় পড়েন। তাই জরুরি প্রয়োজনে ছাড়া চেন না টানার জন্য আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
advertisement