Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাড়ছে নিরাপত্তা! হাইকোর্টে রিপোর্ট পেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, ৭০ CCTV, ৩২ নিরাপত্তারক্ষী মোতায়েনের পরিকল্পনা
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রিপোর্ট পেশ কলকাতা হাইকোর্টে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই যৌথ বৈঠক সম্পন্ন হয়েছে।
যাদবপুর: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রিপোর্ট পেশ কলকাতা হাইকোর্টে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই যৌথ বৈঠক সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ৬৮ লক্ষ টাকা পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ দেশে প্রতি ১০ জনে ১ জন বেকার! সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে উঠে এল উদ্বেগজনক পরিসংখ্যান
তাছাড়া, নিরাপত্তার জন্য সিসিটিভি স্থাপনের দায়িত্ব, সংস্থাকে দেওয়া হয়েছে। মোট ৭০ টি সিসিটিভি লাগানো হবে ক্যাম্পাসের ভেতরে । ৪৫ দিনের মধ্যে এই সিসিটিভি স্থাপনের কাজ শেষ হবে। ৩২ জন নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে। সৈনিক বোর্ড থেকে অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়োগ করা হবে।
advertisement
advertisement
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা গ্রহণের অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Dec 04, 2025 2:27 PM IST










