Abhishek Banerjee: দেশে প্রতি ১০ জনে ১ জন বেকার! সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে উঠে এল উদ্বেগজনক পরিসংখ্যান
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee: দেশে বেকারত্বের শতকরা পরিসংখ্যান জানতে চেয়ে সংসদে প্রশ্ন তোলেন তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের দেওয়া জবাবে যুব সমাজের বেকারত্বের পরিসংখ্যান খুব একটা সন্তোষজনক নয় এমনই তথ্য সামনে উঠে এসেছে।
নয়াদিল্লিঃ দেশে বেকারত্বের শতকরা পরিসংখ্যান জানতে চেয়ে সংসদে প্রশ্ন তোলেন তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের দেওয়া জবাবে যুব সমাজের বেকারত্বের পরিসংখ্যান খুব একটা সন্তোষজনক নয় এমনই তথ্য সামনে উঠে এসেছে। গত পাঁচ বছরের বার্ষিক পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের তথ্য অনুযায়ী যুব সমাজের বেকারত্বের হার রীতিমতো উদ্বোগজনক। সারা দেশে বেকারত্বের হার নিয়ে লিখিত প্রশ্ন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ SSC শিক্ষক নিয়োগে গতি, উচ্চমাধ্যমিকে চার বিষয়ে ইন্টারভিউ শুরু! নবম-দশমের লিস্ট সপ্তাহের শেষে
তিনি বিস্তারিত তথ্য লিখিত প্রশ্নের আকারে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে থেকে জানতে চান। গ্রাম ও শহরভিত্তিক, নারী-পুরুষ, যুবসমাজ এবং রাজ্য ধরে তথ্য দাবি করেন। তাঁর লিখিত প্রশ্ন ছিল, গত কয়েক বছরে নারী ও যুবকদের মধ্যে বেকারত্ব কি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে? পাঁচ বছরের অগ্রগতি কী? কর্মীদের দক্ষতা বৃদ্ধি বা পুনর্দক্ষতার জন্য সরকার কী করেছে? কতজন উপকৃত হয়েছেন? শ্রম ও কর্মসংস্থান বিষয়ক রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে এর উত্তর দিয়েছেন। পরিসংখ্যান বলছে প্রতি ১০ জনে একজন বেকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় নারী-পুরুষের বেকারত্বের হার নিয়েও লিখিতভাবে জানতে চান। কেন্দ্রের পরিসংখ্যানে তাতে দেখা যাচ্ছে, শহরাঞ্চলে মহিলাদের বেকারত্ব গ্রামের তুলনায় বেশি।
advertisement
advertisement
সংসদে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন- উত্তর
– শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী কি বলতে পারবেন? গত পাঁচ বছরে দেশে বেকারত্বের হার সম্পর্কে সরকারের কাছে কোন তথ্য আছে কী?
মন্ত্রণালয় উত্তর দিয়েছে –
সর্বশেষ উপলব্ধ বার্ষিক PLFS প্রতিবেদন অনুসারে, আনুমানিক ২০১৯-২০ সালে ১৫ বছর এবং তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য স্বাভাবিক অবস্থার উপর বেকারত্বের হার (UR) ছিল ৪.৮%, ২০২০-২১ সালে ৪.২%, ২০২১-২২ সালে ৪.১% এবং ২০২২-২৩ এবং ২০২৩-২৪ সালে ৩.২% এবং ১৫-২৯ বছর বয়সী তরুণদের জন্য ছিল ২০১৯-২০ সালে ১৫.০%, ২০২০-২১ সালে ১২.৯%, ২০২১-২২ সালে ১২.৪%, ২০২২-২৩ সালে ১০.০% এবং ২০২৩-২৪ সালে ১০.২%। ১০ জনের মধ্যে ১ জন বেকার প্রচারে তৃণমূল কংগ্রেস , কেন্দ্রের বিরুদ্ধে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2025 1:15 PM IST

