ITI Exam: আইটিআই পরীক্ষায় ৬০০ মধ্যে ৬০০ পাওয়া সায়নকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী!
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
ক্যানিংয়ের তালদি বয়ারসিং গ্রামের বাসিন্দা সায়ন নস্কর এবার আইটিআই পরীক্ষায় গোটা পূর্ব ভারতের মধ্যে সর্বচ্চ নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে।
ক্যানিং, সুমন সাহা: ক্যানিংয়ের তালদি বয়ারসিং গ্রামের বাসিন্দা সায়ন নস্কর এবার আইটিআই পরীক্ষায় গোটা পূর্ব ভারতের মধ্যে সর্বচ্চ নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। ক্যানিং ১ ব্লক গভমেন্ট আইটিআই কলেজ থেকে সে কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেড পরীক্ষায় ৬০০র মধ্যে ৬০০ নম্বর পেয়েছে। গত ৪ঠা অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে ক্যানিংয়ের সায়নকেও পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ক্যানিংয়ের তালদি গ্রাম পঞ্চায়েতের বয়সিং গ্রামের বাসিন্দা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী সুব্রত নস্কর ও আশাকর্মী রীনা নস্করের এক মাত্র সন্তান সায়ন। সায়ন ছোটবেলা থেকেই মেধাবী। তালদি মোহনচাঁদ হাইস্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ থেকে বি এ পাশ করে। এরপর এক বছরের জন্য এই সরকারি আইটিআই কলেজে ভর্তি হয় সে। সাড়া দেশের মধ্যে মোট ৪৬ জন কৃতিকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ মধ্যে ৫ জন সর্বচ্চ নম্বর প্রাপককে ডাকা হয়, যার মধ্যে সায়ন ছিল অন্যতম।
advertisement
advertisement
সায়ন বলে, “আমি কম্পিউটার সায়েন্স নিয়েই এগোতে চাই। আমার এই রেজাল্টের জন্য আমার পরিবার ও কলেজের শিক্ষক, প্রিন্সিপাল স্যারের অবদান সব থেকে বেশি।” রীনা বলেন, “ সায়নের এই সাফল্য আমরা কখনওই আশা করি নি। ও পড়াশোনায় ছোট থেকেই ভাল, কিন্তু এতটা ভাল করবে সেটা ভাবতে পারিনি।” সুব্রত বলেন, “ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়েছে এটা গর্বের বিষয়। সায়নের মত সন্তান পেয়ে আমরা গর্বিত।” সায়নের কলেজের প্রিন্সিপাল কৌশিক পাবি বলেন,“ অত্যন্ত মেধাবী ছাত্র সায়ন। ওঁর এই রেজাল্টে আমরা সকলেই ভীষণ খুশি।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 08, 2025 6:47 PM IST










