Body rescued at Tea Estate: বাগডোগরা থেকে এখন কলকাতায় ফেরার ভিড়, এরই মধ্যে চা বাগানে ভয়ঙ্কর এক দেহ উদ্ধার! কার সেই দেহ? শিউরে উঠছে এলাকাবাসী

Last Updated:

Body rescued at Tea Estate: চাবাগানে কঙ্কালসার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বাগডোগরার গঙ্গারাম চা বাগানে। এদিন চাবাগানের শ্রমিকেরা ১নং সেক্সনে পাতা তোলার কাজে গেলে দেখতে পান কঙ্কালটি পড়ে রয়েছে মাটিতে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: চাবাগানে কঙ্কালসার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বাগডোগরার গঙ্গারাম চা বাগানে। এদিন চাবাগানের শ্রমিকেরা ১নং সেক্সনে পাতা তোলার কাজে গেলে দেখতে পান কঙ্কালটি পড়ে রয়েছে মাটিতে।
মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগান ম্যানেজার। পরে খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
তবে, সংলগ্ন এলাকায় কেউ নিখোঁজ না থাকায় এটি কার মৃতদেহ তা জানা যায়নি। যদিও চা বাগানের ম্যানেজার মুখ খুলতে চাননি। অন্যদিকে ১৫দিন আগেই এই মৃতদেহ। ময়নাতদন্তের পর গোটা বিষয়টি পরিস্কার আসবে মত বাগডোগরা থানার পুলিশের।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Body rescued at Tea Estate: বাগডোগরা থেকে এখন কলকাতায় ফেরার ভিড়, এরই মধ্যে চা বাগানে ভয়ঙ্কর এক দেহ উদ্ধার! কার সেই দেহ? শিউরে উঠছে এলাকাবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement