#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (Indian Oil Corporation Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আরও পড়ুন: আকর্ষণীয় বেতন! ভারতীয় রেলওয়েতে ১০৩৩ অ্যাপ্রেন্টিস নিয়োগ! জানুন বিস্তারিত...
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করার শেষ দিন ২২ মে, ২০২২ তারিখ। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited) |
পদের নাম | গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার |
শূন্যপদের সংখ্যা | কিছু জানানো হয়নি |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন শুরু তারিখ | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনও একটিতে গেট ২০২২-এর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২২.০৫.২০২২ |
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনও একটিতে গেট ২০২২-এর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন: জয়েন্টে খারাপ ফল সত্ত্বেও ফ্লিপকার্টে ২৬ লক্ষ টাকা বেতনের চাকরি! কীভাবে এল সুযোগ?
এ ছাড়াও প্রার্থীদের ন্যূনতম ৬৫% নম্বর (সংরক্ষিতদের জন্য ৫৫%) সহ বি.ই বা বি.টেক ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করুন...
বয়সসীমা:
৩০ জুন, ২০২২ অনুযায়ী প্রার্থীদের বয়স ২৬ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফরাসি ভাষায় স্নাতক-স্নাতকোত্তর পড়তে চান? কোথায় কীভাবে পড়বেন? জানুন...
আবেদন পদ্ধতি:
প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www.iocl.com গিয়ে বা এই লিঙ্কটির মাধ্যমে https://iocl.com/latest-job-opening সরাসরি আবেদন করতে পারবেন। সঠিক ভাবে সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেট অনুসারে প্রার্থীদের আবেদন করতে হবে। সবশেষে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট করিয়ে নিতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IOCL, Recruitment 2022